- খেলা
- বৃষ্টি মাথায় নিয়ে হোবার্টে বাংলাদেশ, অনুশীলন পণ্ড
বৃষ্টি মাথায় নিয়ে হোবার্টে বাংলাদেশ, অনুশীলন পণ্ড

হোবার্টে তাসকিন-সৌম্যরা
ব্রিসবেন ছেড়ে প্রথম ম্যাচের ভেন্যু হোবার্টে পৌঁছেছে বাংলাদেশ দল। সোমবার সেখানকার বেলিরিভ ওভালে সুপার টুয়েলভে সাকিব আল হাসানের দল খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডসের বিপক্ষে।
হোবার্টে এসে আজ অনুশীলনে নামার কথা ছিল সাকিবদের। কিন্তু বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়ে গেছে টাইগারদের অনুশীলন। ব্রিসবেন থেকে মেলবোর্নে ঠিকমত পৌছালেও বিপত্তি ঘটে মেলবোর্ন থেকে হোবার্টের পথে। বৃষ্টির কারণে দুই দফায় ফ্লাইট পিছিয়েছে। ম্যাচ ভেন্যুতে যেতে লাগবে আরো সময়। ফলে, বাতিল হয়েছে শনিবারের অনুশীলন। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল বাংলাদেশ পাবে একটি অনুশীলন সেশন।
ত্রিদেশীয় সিরিজে হারের পর প্রস্তুতি ম্যাচেও খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ দল। আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর বৃষ্টির কারণে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেনি বাংলাদেশ। ফলে একটি প্রস্তুতি ম্যাচ খেলেই বিশ্বকাপে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা।
মন্তব্য করুন