- খেলা
- ভারত-পাকিস্তান মহারণে চোখ রাঙাচ্ছে বৃষ্টি
ভারত-পাকিস্তান মহারণে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

রোহিত শর্মা - বাবর আজম
রোববার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সবার একটাই প্রশ্ন, মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচ কি হবে? নাকি বৃষ্টিতে ভেসে যাবে রোহিত শর্মাদের সঙ্গে বাবর আজ়মদের লড়াই?
রোববার যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা আগেই জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, অবস্থার উন্নতি এখনও হয়নি। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিকেলের থেকে ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে বইবে ঝড়ো হাওয়া। সেইসঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও আছে। বাতাসের আদ্রতা থাকবে ৭৬%।
ভারত-পাকিস্তান ম্যাচ শুরু স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে। ফলে ওই সময়েই বৃষ্টি নামবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ন্যূনতম পাঁচ ওভারের প্রয়োজন। তাছাড়া গ্রুপ পর্বের জন্য কোনো রিজার্ভ ডে নেই। তাই প্রকৃতির ওপরই নির্ভর করতে হচ্ছে ভারত-পাকিস্তানের এই মহারণের।
প্রস্তুতিতে ফাঁক রাখছে না চিরশত্রু দুই দল। মাঠে নামার জন্য তৈরি রোহিত, বাবররা। তিন মাসেরও কম সময়ে এটি ভারত–পাকিস্তানের তৃতীয় দেখা। এশিয়া কাপের প্রথম রাউন্ড ও সুপার ফোরে মুখোমুখি হয়েছিল দুই দল। গ্রুপ পর্বের ম্যাচটিতে ভারত জিতেছিল ৫ উইকেটে, সুপার ফোরে একই ব্যবধানে জিতেছিল পাকিস্তান।
মন্তব্য করুন