টি-২০ বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে অজিদের দুমড়ে-মুচড়ে দিয়েছে নিউজিল্যান্ড। ব্যাট হাতে উড়ন্ত শুরু করেন ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে। বল হাতে টিম সাউদির আগুনে পুড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা ১১১ রানে অলআউট হয়েছে। কিউইরা জয় তুলে নিয়েছে ৮৯ রানে। 

ঘরের মাঠে টি-২০ ফরম্যাটে অস্ট্রেলিয়া সবচেয়ে কম রানে অলআউটের বাজে রেকর্ড গড়েছে। এর আগে ঘরে তাদের সর্বনিম্ন রান ছিল ১২৭। ২০১০ সালে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ওই রান করেছিল অজিরা।   

বিশ্বকাপের প্রথম ম্যাচেই জুজু কাটিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। সাদা বলের ক্রিকেটে দীর্ঘ ১১ বছর পরে অস্ট্রেলিয়ার মাটিয়ে জয় পেয়েছেন কেন উইলিয়ামসনরা। ২০০৯ সালে নিউজিল্যান্ড সর্বশেষ তাসমান প্রতিবেশিদের ঘরে গিয়ে উল্লাস করেছিল। 

অজিদের ধসিয়ে দেওয়ার পথ তৈরি করেন ফিন অ্যালেন ও কনওয়ে। অ্যালেন ১৬ বলে ৪২ রানের ঝড় দেখিয়ে ফিরে যান। কনওয়ে শেষ পর্যন্ত খেলে ৫৮ বলে সাতটি চার ও দুই ছক্কায় ৯২ রান করেছেন। বল হাতে টিম সাউদি ২.১ ওভার হাত ঘুরিয়ে ৬ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। 

টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাকিবকে ছাড়িয়ে শীর্ষে নাম তোলেন ডানহাতি পেসার সাউদি। কিউই পেসার ১০১ ম্যাচ খেলে নিয়েছেন ১২৫ উইকেট। দ্বিতীয় অবস্থানে থাকা সাকিব ১০৪ ম্যাচে নিয়েছেন ১২২ উইকেট। এই ম্যাচের আগে তারা যৌথভাবে শীর্ষে ছিলেন। তৃতীয় অবস্থানে থাকা রশিদ খানের উইকেট ৭২ ম্যাচে ১১৮টি।