- খেলা
- মেসির হাতে বিশ্বকাপ দেখার শখ নেই রোনালদোর
মেসির হাতে বিশ্বকাপ দেখার শখ নেই রোনালদোর

ছবি: ফাইল
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও চান না লিওনেল মেসির হাতে বিশ্বকাপ উঠুক। আর্জেন্টাইন তারকার হাতে বিশ্বকাপ দেখার কোন ইচ্ছে তার নেই। তবে তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা এই স্ট্রাইকার মানছেন, মেসি একটা বিশ্বকাপ জয়ের দাবিদার।
সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে ব্রাজিলিয়ান রোনালদো বলেছেন, ‘মেসির হাতে বিশ্বকাপ দেখার ইচ্ছে নেই আমার। মেসিকে প্রশ্ন করলে (ব্রাজিল নিয়ে) হয়তো একই রকম উত্তর দেবে। কারণ ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল যুদ্ধ দীর্ঘদিনের। সম্মানের সঙ্গে লড়াই হয়, এটাই অবশ্য ফুটবলের সৌন্দর্য।’
রোনালদো স্বীকার করেছেন, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ভালো সুযোগ আছে। ইউরোপের কর্তৃত্ব ভাঙতে পারেন ল্যাতিন দল ব্রাজিল-আর্জেন্টিনা। তিনি মানেন যে, ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে লিও’র একটা বিশ্বকাপ জেতা উচিত। তবু ট্রফিটা মেসির হাতে যাক, মেসির হাত ধরে আর্জেন্টিনায় উৎসব হোক চান না তিনি।
ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এটা ভাবতেই চাই না। মেসি অবশ্যই বিশ্বকাপের দাবিদার। আমি তাকে পছন্দ করি। কিন্তু আমার সমর্থন তার প্রতি নেই। আমার মনে হয়, বিষয়টি মেসিও বুঝতে পারবে। আমার মতো করেই (ব্রাজিল নিয়ে) ভাববে সে।’
কাতার বিশ্বকাপের ফেবারিট নিয়ে রোনালদো জানান, ইউরোপের কর্তৃত্ব চলছে। বৈচিত্রপূর্ণ, আগ্রাসী এবং গোছালো কৌশলে ফুটবল খেলছে ইউরোপের দলগুলো। ফ্রান্স, স্পেন, জার্মানি ফেবারিটদের তালিকায় থাকবে। ইংল্যান্ড ভালো দল গড়েছে। গত ইউরোতে ভালো খেলেছে। আর্জেন্টিনা ৩৫ ম্যাচে অপরাজিত। আবার ব্রাজিলকে সুপার ফেবারিট মনে হচ্ছে তার।
কাতার বিশ্বকাপে ব্রাজিলের দল ও বিশ্বকাপ জয়ের সম্ভবনা নিয়ে রোনালদো বলেন, ‘সবাই বলেছিল ১৯৮২ তে আমরা বিশ্বকাপ জিতবো, পারিনি। আবার ১৯৯৪ এর আগে তেমন ভালো খেলছিলাম না। এগুলো নির্ভর করে। দেখা যাক তিতে কেমন করেন। তার হাতে অনেক অপশন আছে। ভিনিসিয়াসের অবশ্যই ম্যাচ শুরু করা উচিত। যে কোন দলই তাকে খেলাবে। রাফিনহা ভালো খেলছে। আবার রদ্রিগো আছে, যে সব পজিশনে খেলতে পারে। নেইমার তো আছেই। দারুণ শেপে আছে সে।’
মন্তব্য করুন