- খেলা
- ইংল্যান্ডের পেস বোলিংয়ে খাবি কাটল আফগানরা
ইংল্যান্ডের পেস বোলিংয়ে খাবি কাটল আফগানরা

গোল ডাক মেরে সাজঘরে ফিরে যান রশিদ। ছবি: এএফপি
আফগানিস্তান টি-২০ ভালো দল কথাটার মধ্যে বিশাল এক ফাঁকি ছিল। ভালো ক্রিকেট খেললেও আফগানদের ইংল্যান্ড-ভারত-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা খুবই কম। পেস-বাউন্সি উইকেটেও অনভিজ্ঞ তারা।
বিশ্বকাপের সুপার টুয়েলভে শনিবার শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ওই পেস-বাউন্সে খাবি কেটেছে তার। দুই বল থাকতে সাহসী আফগানিস্তান ধুঁকে ধুঁকে অলআউট হয়েছে মাত্র ১১২ রানে।
দুই ওপেনার হযরতুল্লাহ জাজাই (৭) এবং রহমানুল্লাহ গুরবাজ (১০) ব্যর্থ হয়ে ফিরে যান। তিনে নামা ইব্রাজিম জাদরান কিছুটা লড়াই করেন। তিনি খেলেন ৩২ বলে তিনটি চার ও এক ছক্কায় ৩২ রানের ইনিংস।
চারে নামা উসমান গানি ৩০ বলে ৩০ রান করে নবম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। তিনটি চার মারেন তিনি। তার ওই এক প্রান্ত আগলে রাখার মধ্যে নাজিবুল্লাহ জাদরান (১৩), মোহাম্মদ নবী (৩), আজমতুল্লাহ ওমরজাই (৮) ব্যর্থ হয়ে ফিরে যান। রশিদ খান গোল্ডেন ডাক মারেন।
আফগানদের ধসিয়ে দিয়েছেন তরুণ বাঁহাতি ইংলিশ পেস অলরাউন্ডার স্যাম কারেন। ৩.৪ ওভারে ১০ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। বাকি পাঁচ উইকেটও ঢুকেছে পেসারদের পকেটে। বেন স্টোকস ও মার্ক উড ৪ ওভার করে হাত ঘুরিয়ে যথাক্রমে ১৯ ও ২৩ করে রান দিয়ে তুলে নিয়েছেন দুটি করে উইকেট। অন্য উইকেট নিয়েছেন ক্রিস ওকস। একমাত্র স্পিনার আদিল রশিদ ৪ ওভারে ৩২ রান দিয়ে উইকেটহীন থাকেন।
মন্তব্য করুন