- খেলা
- নটিংহ্যামে পা কেটে মাথা ব্যথা বাড়ল লিভারপুলের
নটিংহ্যামে পা কেটে মাথা ব্যথা বাড়ল লিভারপুলের

ছবি: এএফপি
আগের দুই হার ও তিন ড্র শিরোপার লড়াই থেকে ছিটকে দিয়েছে লিভারপুলকে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিতে সেরা চারে ঢোকার আশা দিয়েছিল রেডসরা। শনিবার তাও বুঝি গেল!
লিগ টেবিলে ১৯ নম্বরে থাকা নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলে হেরে মাথা নিচু করে মাঠ ছেড়েছেন জার্গেন ক্লপের শিষ্যরা। ইনজুরি জর্জরিত দলটির আক্রমণ সামলানোর দায়িত্ব ছিল রর্বাতো ফিরমিনো এবং মোহামেদ সালাহর ওপর। ওই জুটি গোল করতে পারেনি।
লিভারপুল তবু রক্ষণ দরজা আটকে রেখেছিল। যা ম্যাচের ৫৫ মিনিটে খুলে যায়। গোল করেন ফরেস্টের ২৫ বছর বয়সী নাইজেরিয়ান ফরোয়ার্ড তায়ো আওনিজি। সেই ২০১৫ সালে লিভারপুলে নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু রেসডদের হয়ে যার খেলা হয়নি কোন ম্যাচ।
ওই গোল আর শোধ করতে পারেনি লিভারপুল। নটিংহ্যাম ফরেস্ট যখন মৌসুমের দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ছে লিভারপুল জিভে তখন তৃতীয় তিক্ত হারের স্বাদ।
গত মৌসুমে শেষ দিন পর্যন্ত লিগ শিরোপার লড়াই করে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করা দলটি চলতি মৌসুমে ১১ ম্যাচে মাত্র ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে আছে সাত নম্বরে। লিগে চতুর্থ অবস্থানে থাকা চেলসি তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে চার পয়েন্টে এগিয়ে। লিগে শীর্ষে থাকা আর্সেনাল এক ম্যাচ কম খেলে এগিয়ে ১১ পয়েন্টে।
মন্তব্য করুন