পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে টস জিতলো ভারত। টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বৃষ্টির জন্য মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে আশার খবর এই যে, বৃষ্টি হচ্ছে না সেখানে। বরং রোদের দেখা মিলেছে। ম্যাচ যথা সময়ে শুরু হয়েছে।

টস জিতে ফিল্ডিংয়ের নেওয়ার কারণ জানিয়ে রোহিত শর্মা জানান, 'পিচ দেখে বেশ ভাল লাগছে। আকাশে মেঘ থাকলে বল করতে ভালই লাগে। আশা করি এই পরিস্থিতিতে ভালই সুইং পাওয়া যাবে। সেই সুবিধাটা আমাদের নেওয়া দরকার। আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। ব্রিসবেনে দুটো প্রস্তুত ম্যাচ খেলেছি। এ বার বিশ্বকাপের মঞ্চে নিজেদের মেলে ধরার পালা।'

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তাতে ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মোটে ৩টি ম্যাচ। এছাড়া বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের দুর্ভাগ্য তো আছেই। গত ট-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্ব আসরে কখনোই ভারতে বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।