মৌসুমের শুরুতেই গুঞ্জন ওঠে নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক ভালো যাচ্ছে না। পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেও ক্ষমতা হাতে পাননি ফ্রান্সম্যান। পেনাল্টি নিয়ে দু’জনের দ্বন্দ্বে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। 

গুঞ্জন ওঠে নেইমারের পরে কোচ ক্রিস্টোফার গালতিয়েরের সঙ্গেও সম্পর্ক তলানিতে নেমেছে এমবাপ্পের। কারণ মেসি ও নেইমারকে সেরা পজিশনে খেলাচ্ছেন। তাকে পছন্দের পজিশনে দিচ্ছেন না। 

এর মধ্যেই ‘মেসি-নেইমারকে ছাড়া এমবাপ্পে এতিম’ বলে মন্তব্য করেন কোচ। যা আরও তাতিয়ে দেয় এমবাপ্পেকে। ওই বিতর্কের জেরে আগামী মৌসুমে ফ্রান্সের তরুণ তারকা এমবাপ্পে পিএসজি ছাড়তে মরিয়া বলে সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন ওঠে।  যে গুঞ্জন এখনও থামেনি। 

এর মধ্যে মঙ্গলবার রাতের ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফার মুখোমুখি হয় পিএসজি। প্যারিসে ওই ম্যাচে মেসি ও এমবাপ্পে দুটি করে গোল করেন। নেইমার করেছেন এক গোল। পিএসজি জয় পায় ৭-২ গোলে। 

ম্যাচের মধ্যে ম্যাকাবির ডিফেন্ডার এমবাপ্পেকে কড়া ট্যাকল করেন। নেইমার তাতে রেগে যান। সতীর্থকে ফাউল করার জন্য প্রতিপক্ষের ডিফেন্ডার ও রেফারির সঙ্গে তর্কে জড়ান। এমবাপ্পের জন্য তর্কে করে হলুদ কার্ড দেখেন। 

এ নিয়ে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে তিনটি হলুদ কার্ড দেখা হয়ে গেছে ব্রাজিলিয়ান তারকার। যে কারণে নিয়ম অনুযায়ী, এক ম্যাচ নিষিদ্ধ তিনি। জুভেন্টাসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন না পিএসজির নাম্বার টেন নেইমার।