- খেলা
- লিভারপুল শেষ ষোলোয়, অ্যাথলেটিকোর বিদায়
লিভারপুল শেষ ষোলোয়, অ্যাথলেটিকোর বিদায়

ছবি: টুইটার
বায়ার লেভারকুসেনের বিপক্ষে ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় দুর্দান্ত লড়াই করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। কিন্তু দু'বার পিছিয়ে পড়ে ম্যাচটি ২-২ গোলের সমতা করেছে। ওই সমতায় দু'দলই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বিদায় নিয়েছে।
অথচ জিতলে যেকোন এক দলের শেষ ষোলোয় যাওয়ার সুযোগ থাকত। তাদের বিদায়ে ক্লাব ব্রুগ ও পোর্ত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। বুধবার রাতের ম্যাচে পোর্ত ৪-০ গোলে ব্রুগকে হারিয়েছে। তবু এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে পর্তুগিজ ক্লাবটি।
অন্য দিকে গ্রুপ পর্বে আয়াক্সের মাঠে ৩-০ গোলে জিতেছে লিভারপুল। আগেই শেষ ষোলো অনেকটাই নিশ্চিত ছিল রেসডদের। বুধবারের বড় জয়ে নিশ্চিত হলো তাদের পরের ধাপ। দলের জয়ে মোহামেদ সালাহ, ডারউইন নুনেজ ও এলিয়ট গোল করেছেন।
ওই গ্রুপের অন্য দল নাপোলি বুধবার রেঞ্জার্সকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। গ্রুপের শেষ ম্যাচে নাপোলি ও লিভারপুল মুখোমুখি হবে। ওই ম্যাচে লিভারপুল জিতলেও গোল ব্যবধানে গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া নাপোলির অনেকটাই নিশ্চিত। ইতালির লিগ লিডাররা এখন পর্যন্ত পাঁচ ম্যাচেই জয় পেয়েছে।
মন্তব্য করুন