রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ। শেষ বলে স্ট্যাম্পের সামনে থেকে বল ধরায় তা নো বল হয়। কিন্তু আবার সে বলটি করে মোসাদ্দেক। কিন্তু এবার আর ভুল করেননি সোহান। শেষ পর্যন্ত দ্বিতীয়বার জয়ের উল্লাসে মাতে সাকিব বাহিনী। এই জয়ে সেমিফাইনালের আশা এখনও টিকে রইল টাইগারদের।

এমসিসিতে ক্রিকেট আইনের ২৭.৩.১ ধারায় বলা আছে, 'স্ট্রাইক প্রান্তে স্ট্রাইকারের ব্যাট বা গায়ে লাগা, স্ট্রাইক প্রান্তের উইকেট অতিক্রম করা বা স্ট্রাইক রান নেওয়ার চেষ্টা করার আগপর্যন্ত উইকেটকিপারকে স্টাম্পের পেছনে থাকতে হবে।'

আইনের ২৭.৩.২ ধারায় বলা আছে, 'উইকেটকিপার এই রুলস ভঙ্গ করলে যত দ্রুত সম্ভব আম্পায়ারকে নো বল ডাকতে হবে' 

আইনের ৩৯ ধারায় বলা আছে, নো বলে স্ট্যাম্পড আউট হলে সেটি নট আউটই থাকবে।

সোহানের ভুলে ১ রান যোগ করে দুই দলকে আবারো মাঠে নামিয়ে আনা হয় এবং ফ্রি-হিট দিয়ে শেষ বলটি করতে বলা হয়। শেষ বলে মুজারাবানি কোনো রান করতে পারেননি। রুদ্ধশ্বাস এই ম্যাচে বাংলাদেশের করা ১৫০ রানের জবাব দিতে নেমে ১৪৭ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ফলে এক ম্যাচেই দুবার জয়ের উদ্‌যাপন করল বাংলাদেশ। ৪ রানের বদলে তারা জিতেছে ৩ রানে।