ফেবারিট হয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে পা রাখা পাকিস্তান শুরুর দুই ম্যাচেই হারের তিক্ত স্বাদ পায়। প্রথম ম্যাচে শেষ বলে ভারতের কাছে এবং দ্বিতীয় ম্যাচে শেষ বলে হারে জিম্বাবুয়ের বিপক্ষে। তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে পাকিস্তান। বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালে খেলার আশা। 

টস জিতে ব্যাট করতে নামে ডাচরা। কিন্তু শাহিন আফ্রিদি-শাদাব খানদের সামনে সুবিধা করতে পারেনি। ২৬ রানে হারায় ৩ উইকেট। ব্যর্থ হয়ে ফিরে যান দুই ওপেনার মাইবার্গ (৬) ও ম্যাক্স ওডড (৮)। তিনে নামা ডি লিডে (৬) ও চারে নামা টম কুমার (১) সুবিধা করতে পারেননি। 

পাঁচে নামা নেদারল্যান্ডসের ব্যাটার আকারম্যান ২৭ বলে করেন ২৭ রান। ছয়ে খেলা উইকেটরক্ষক ও অধিনায়ক এডওয়ার্ড ১৫ রান করতে পারেন। দলটির আর কোন ব্যাটার দশ রানের ঘরে ঢুকতে পারেননি। 

জবাব দিতে নামা পাকিস্তান শুরুতে অধিনায়ক বাবর আজমকে (৪) হারায়। এরপর ছোট্ট জুটি গড়েন দলে ফেরা ফখর জামান ও ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ফখর ফিরে যান ১৬ বলে ২০ রান করে। রিজওয়ান সাজঘরে ফেরেন নিজের ফিফটির আগে। তিনি খেলেন ৩৯ বলে ৪৯ রানের ইনিংস। জয়ের ঠিক আগে আউট হন শান মাসুদও (১৬ বলে ১২)। ৩৯ বল থাকতে জয় তুলে নেন ইফতিখার ও শাদাব। 

বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন লেগ স্পিনার শাদাব খান। পেসার ওয়াসিম জুনিয়র ৩ ওভারে ১৫ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। এছাড়া পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ একটি করে উইকেট নিয়েছেন। নেদারল্যান্ডসের হয়ে গ্লোভ নেন দুই উইকেট।