জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালের আশা। দলের ওই জয়ে অবদান আছে ওপেনার নাজমুল হাসান শান্তর। তিনি টি-২০ ক্যারিয়ারের প্রথম ফিফটির স্বাদ পেয়েছেন। 

নাজমুল সাজঘরে ফেরেন ৫৫ বলে সাতটি চার ও এক ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে। তবে শুরুতে তিনি ধীরে ব্যাটিং করছিলেন। স্ট্রাইক রেট ছিল একশ’র কাছে। বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওই স্ট্রাইক রেট নিয়ে তিনি চিন্তিত নন। কারণ দলের চাহিদা অনুযায়ী খেলেছেন তিনি। 

শান্ত বলেন, ‘আমার জন্য একটু বিশেষ। কারণ শুরু পাচ্ছিলাম। ইনিংস বড় করতে পারছিলাম না। এটা আমার প্রথম ফিফটি। চিন্তা ছিল শুরু পেলে বড় করার। স্ট্রাইক রেট নিয়ে আমি চিন্তিত না। কারণ দলের যে চাওয়া ছিল সে অনুযায়ী খেলেছি। আগের ম্যাচগুলোতেও আমি অনেক চাপে ছিলাম না। কারণ আমার প্রতি টিম ম্যানেজমেন্ট ও অন্যদের সমর্থন ছিল।’  

সৌম্য ডাক মেরে ফেরার পর লিটন দাস, সাকিব আল হাসানরা শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। শান্তর ফিফটির পরও বাংলাদেশ ৭ উইকেটে ১৫০ রান তুলতে পারে। পাওয়ার প্লে ও স্লগে ব্যাটাররা প্রত্যাশা মেটাতে পারেননি। শান্তর মতে, তারা জানতেন ১৫-২০ রান কম হয়েছে। তবে বোলাররা রান আটকানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। 

‘নো বল নাটক’ নিয়ে বাঁ-হাতি এই ব্যাটার জানান, এমন ঘটনা তিনি এই প্রথম দেখেছেন, ‘আমার জন্য এটা নতুন ঘটনা। এমন কিছু আমি আগে দেখিনি। আমার মনে হয়, দলের অন্যদের জন্যও নতুন। শেষ পর্যন্ত জিততে পারায় খুশি। ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়ে। দলের পরিবেশ ভালো থাকে। এই ম্যাচেও আমাদের ভালো করায় জায়গা ছিল।’