দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের বিপক্ষে ভারতের পুরো ব্যাটিং লাইন আপ নড়বড়ে ছিল। সেখানে এক প্রান্তে দাঁড়িয়ে আলো ছড়িয়েছেন সূর্যকুমার যাদব। তার ব্যাটে ভর করে মেন ইন ব্লুজরা ৯ উইকেটে ১৩৩ রানের সংগ্রহ তুলেছে। 

পার্থে রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। ৪৯ রানে পড়ে যায় ৫ উইকেট। ওপেনার রোহিত শর্মা ১৫ রান করে সাজঘরে ফেরেন। পরেই আউট হন কেএল রাহুল (৯)। তাদের সাজঘরে ফেরান লুঙ্গি এনগিডি। দারুণ ছন্দে থাকা বিরাট কোহলি সুবিধা করতে পারেননি। ১২ রানে লুঙ্গির বলে ক্যাচ দেন।

ব্যর্থ হয়েছেন একাদশে ঢোকা দিপক হুদাও। অক্ষর প্যাটেলের জায়গায় খেলতে নামা এই ব্যাটার এনরিক নরকিয়ার বলে শূন্য করে ফিরে যান। এরপর হার্ডিক পান্ডিয়াকে ক্যাচে পরিণত করেন এনগিডি। রান পাননি দিনেশ কার্তিকও (১৫ বলে ৬)। তবে সূর্যকুমার খেলেন ৪০ বলে ৬৮ রানের দারুণ ইনিংস। ছয়টি চার ও তিনটি ছক্কা তোলেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার হয়ে পেসার লুঙ্গি এনগিডি ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ওয়েন পারনেল ৪ ওভারে ১৫ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। এনরিক নরকিয়া ৪ ওভারে ২৩ রান খরচ করে এক উইকেট নেন। 

সেমির সমীকরণে এই ম্যাচে পাকিস্তান ‘ভারতের সমর্থন’ দিচ্ছে বলে মজা করা হচ্ছে। ওই পাকিস্তানকে হতাশ করেছেন ভারতের ব্যাটাররা।  সমীকরণ অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে জিতলে এবং শেষ দুই ম্যাচের মধ্যে অন্তত ডাচদের হারাতে পারলে চলে যাবে সেমিফাইনালে। সেক্ষেত্রে পাকিস্তান দুই ম্যাচে জিতলেও বাদ পড়বে।