- খেলা
- আর্সেনালের নতুন ‘আবিষ্কার’ নেলসন, ফরেস্টের জালে গোল বন্যা
আর্সেনালের নতুন ‘আবিষ্কার’ নেলসন, ফরেস্টের জালে গোল বন্যা

জোড়া গোল করা নেলসনকে জড়িয়ে ধরে সতীর্থের উদযাপন। ছবি: এএফপি
তরুণ এক দল নিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। রোববার ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষ ৫-০ গোলে জিতেছে দলটি। বড় জয়ে জোড়া গোল করেছেন দলটির ২২ বছর রেসি নেলসন। মৌসুমের প্রথম ম্যাচেই ডাবলের কীর্তি গড়েছেন তিনি।
তরুণ ফরোয়ার্ড বুকোয়াকা সাকাকে তৈরি করেছে আর্সেনাল। বড় ক্লাবের ট্রায়ালে বাদ পড়া গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গানারদের আবিষ্কার। চলতি মৌসুমে অসাধারণ খেলছেন তিনি। ফরেস্টের বিপক্ষেও করেছেন গোল। তরুণ স্ট্রাইকার এডি এনকেইটা নতুন দিনের আশা দেখাচ্ছেন। ওই কাতারে যুক্ত হলেন ইংলিশ ফরোয়ার্ড নেলসন।
এমিরেটস স্টেডিয়ামে এদিন ম্যাচের ৫ মিনিটে লিড নেয় আর্সেনাল। সাকার বাড়ানো পাস ধরে ব্রাজিলিয়ান উইঙ্গার মার্টিনেল্লি দলকে লিড এনে দেন। ওই সাকার ইনজুরিতে ২৭ মিনিটে মাঠে নামেন ধারের মেয়াদ শেষ করে এমিরেটসে ফেরা নেলসন।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে প্রথম গোল করেন নেলসন। তিন মিনিট পরেই গ্যাব্রিয়েল জেসুসের বল ধরে জালে জড়িয়ে উল্লাসে মাতেন এই তরুণ লেফট উইঙ্গার। ৫৭ মিনিটে টমাস পার্টি গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুর ১২ মিনিটে এলোমেলো হয়ে যায় চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ফেরা ফরেস্ট। ৭৮ মিনিটে জেসুসের বল ধরে মার্টিন ওডেগার্ড গোল করে ফরেস্টের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
মন্তব্য করুন