ভারত-বাংলাদেশ ম্যাচের বিতর্ক যেন থামছেই না। কথার যুদ্ধে তা যেন বেড়েই চলছে। অ্যাডিলেডের ভেজা মাঠে খেলতে চাননি সাকিব। বাংলাদেশ অধিনায়কের কথায় কর্ণপাত করেননি মাঠের আম্পায়াররা। ওই ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ হেরেছে ৫ রানে।

বাংলাদেশের এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান। কারণ ভারত হারলে সেমির দৌড়ে অনেকটাই এগিয়ে থাকতে পারতো পাকিস্তান। তাই ভারতের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের পক্ষপাতিত্ব নিয়ে সরব হন পাকিস্তানের তারকা ক্রিকেটাররা। ওই ম্যাচের পর পাকিস্তানের সামা টিভির এক অনুষ্ঠানে শহীদ আফ্রিদি দাবি করেন, দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। ভারত সেমিফাইনালে নিতেই এমন সব সিদ্ধান্ত আম্পায়ারদের।

আফ্রিদি বলেন, ‘টিভিতেই দেখা গেছে সাকিব এ বিষয়ে (ভেজা মাঠ) কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।'

শাহিদ আফ্রিদির এমন মন্তব্যের কড়া জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি। সংবাদ সংস্থা এএনআইকে সাবেক এই ভারতীয় অলরাউন্ডার বলেন, 'আফ্রিদির এভাবে বলা ঠিক হয়নি। আইসিসি আমাদের পক্ষ নেয় বলে মনে করি না। সবাইকে সমান চোখেই দেখা হয়। এই অভিযোগের কোনো স্থানই নেই। অন্য দলগুলোর চেয়ে আমরা বেশি কী পেয়ে থাকি? ভারত ক্রিকেটের বড় শক্তি হতে পারে, কিন্তু সবাইকে সমান চোখেই দেখা হয়।'