চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের প্রথম বিশ্বকাপে একটি ম্যাচ জয়ের পর সুপার টুয়েলভে দুটি জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। দলের সাথে থাকা টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এটিই সেরা টুর্নামেন্ট।

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অ্যাডিলেডে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের এই টেকনিক্যাল কনসালট্যান্ট। সেখানে তার মন্তব্য, 'এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা টুর্নামেন্ট। বাংলাদেশ কখনো সুপার টুয়েলভে দুই ম্যাচ জেতেনি। এবার সেটা হয়েছে। আমার মনে হয় ছেলেদের নিজেদের নিয়ে গর্ব করা উচিত।'

অস্ট্রেলিয়ার এবারের পারফরম্যান্সের পর টি২০ ক্রিকেটে এটাকে নতুন শুরু হিসেবে দেখছেন কোচ, 'আমি মনে করি, এটি একটি নতুন শুরু। আগে কী হয়েছে জানি না। আমরা নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচ জিতেছি। ভারতের বিপক্ষে দারুণ লড়াই করেছি। হয়তো হেরে গেছি, কিন্তু ম্যাচটি উপভোগ্য ছিল।'

পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও বিশ্বকাপে বাংলাদেশ সেমি-ফাইনাল খেলতে পারবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে বাবর আজমদের হারানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের সাথে থাকা টেকনিক্যাল কনসালটেন্ট। শ্রীরাম বলেন, 'আমরা বিশ্বাস করি, আমরা পাকিস্তানকে হারাতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত সেমি-ফাইনালে কোয়ালিফাই করা আমাদের হাতে নেই।'