বগুড়ায় বিলিয়ার্ড (পুল) খেলাকে কেন্দ্র করে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে শহরের নামাজগড় মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম হাবিবুর রহমান বিপুল (২০)। তিনি শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে ও পেশায় একজন দোকান কর্মচারী ছিলেন।

ছুরিকাঘাতের পরে নিহতের ভাই শামীম ও স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম সমকালকে এ সব তথ্য জানিয়েছেন।

জানা যায়, বিপুল শহরের নামাজগড় এলাকার তালুকদার মতি ম্যানশনের তৃতীয় তলার ব্রেক অ্যান্ড রান নামের একটি প্রতিষ্ঠানে পুল খেলছিলেন। এ সময় ৬ থেকে ৮ জন যুবকের একটি দল সেখানে গিয়ে খেলার জন্য বিপুলকে সরে যেতে বলেন। এই নিয়ে ওই যুবকদের সঙ্গে বিপুলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা বিপুলকে ছুরিকাঘাত করেন।

নিহতের ভাই শাজাহান বলেন, ‘আমার ভাইকে কেন হত্যা করা হয়েছে আমি জানি না। এর সুষ্ঠু বিচার চাই। শুধুমাত্র খেলার জন্য কেউ কাউকে খুন কেন করবে।’

অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ‘এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পুল খেলাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে।’