এক ওভার হাতে রেখে খেলা শেষ করলেও এত সহজে কিন্তু ফাইনাল জেতেনি ইংল্যান্ড। মাত্র ১৩৭ রানের পুঁজি নিয়েও তাদের কাজটা কঠিন করে তুলেছিলেন পাকিস্তানের বোলাররা। পাওয়ার প্লের মধ্যে বাটলার-হেলসসহ ৩ উইকেট তুলে নিয়ে ইংলিশদের রীতিমতো চেপে ধরেছিল পাকিস্তান। কিন্তু তারকা পেসার শাহিন আফ্রিদি চোট পেয়ে মাঠ ছাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচ থেকেও ছিটকে পড়ে পাকিস্তান। তাই ফাইনালে হারের পর শাহিনের চোট নিয়েই আক্ষেপ করেছেন বাবর আজম।

শাহিন আফ্রিদির চোট বেশ পুরনো। বিশ্বকাপে শতভাগ ফিট না হয়েই খেলছিলেন তিনি। এর মধ্যে ১৩তম ওভারে হ্যারি ব্রুকের ক্যাচ নেওয়ার সময় আবার চোট পান। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেও কিছুক্ষণ শুশ্রূষার পর মাঠে ফিরেছিলেন বাঁহাতি এ পেসার। কিন্তু ১৬তম ওভারের প্রথম বলটা করার সময়ই অস্বস্তিতে ভোগেন তিনি। পরের বলটি আর করতে পারেননি শাহিন। হতাশা নিয়ে মাঠ ছেড়ে যান। তাঁর ওভারটি শেষ করেন স্পিনার ইফতেখার। ওই ৫ বলে ছয়-চারে ১৩ রান তুলে নেন স্টোকস। এখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। চাপে থাকা ইংল্যান্ড ওই ৫ বলে যেন মুক্ত হয়ে যায়। 

শাহিন আফ্রিদি যদি তাঁর কোটার অবশিষ্ট ১১টি বল করতে পারতেন, তাহলে খেলার ফলাফল ভিন্নও হতে পারত। ম্যাচ শেষে সে আক্ষেপই ঝরল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কণ্ঠে, 'আমরা ২০ রান কম করেছি। এর পরও সবাই যেভাবে লড়াই করেছে, সেটা ছিল অবিশ্বাস্য। আমাদের বোলিং অন্যতম সেরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শাহিনের চোটে ম্যাচটা ইংল্যান্ডের হাতে চলে যায়। এটা খেলারই অংশ। তবে ছেলেরা যেভাবে লড়াই করেছে, তাতে আমি খুশি।'