- খেলা
- থিয়াগো সিলভার ইনজুরি নিয়ে ধোঁয়াশা
থিয়াগো সিলভার ইনজুরি নিয়ে ধোঁয়াশা

থিয়াগো সিলভা। ছবি- চেলসি
আর মাত্র সপ্তাহখানেক পরেই মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। ইতোমধ্যেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। আর এই স্কোয়াডে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্সের অন্যতম স্তম্ভ থিয়াগো সিলভার ইনজুরি দুশ্চিন্তা বাড়াচ্ছে কোচ তিতের। শনিবার রাতে প্রিমিয়ার লিগে নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন এই চেলসি ডিফেন্ডার। কাকতালীয়ভাবে স্বদেশি ব্রুনো গুইমারেসের ট্যাকলে চোট পান তিনি।
ম্যাচ শুরুর মাত্র তিন মিনিটের মাথায় নিউক্যাসেল মিডফিল্ডার গুইমারেজ ট্যাকল করে বসেন সিলভাকে। মূলত এই ট্যাকলের ফলেই সিলভার পুরোনো হ্যামস্ট্রিং ইনজুরি মাথাচাড়া দিয়ে ওঠে। চেলসির এই ডিফেন্ডারকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাননি কোচ গ্রাহাম পোটার। তাই তো সঙ্গে সঙ্গেই সিলভাকে তুলে নেন তিনি।
ম্যাচ শেষে পোটারের থেকে সিলভার ইনজুরি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'সিলভা আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে সব সময় মাঠে নিজের সেরাটা দিতে চায়। তার চোট সত্যি চিন্তার। আমি তার সঙ্গে কথা বলেছি। হ্যামস্ট্রিংয়ে একটা টান পড়েছে। আশা করি সে দ্রুতই সেরে উঠবে।'
ধারণা করা হচ্ছে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারেরে চোট ততটা গুরুতর নয়। ব্রাজিল দলের পক্ষ থেকেও এখনও তাঁর ইনজুরি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে ব্রাজিলিয়ান সমর্থকরা নিশ্চয়ই এই ডিফেন্ডারকে ফুল ফিট অবস্থায় ব্রাজিল দলের সঙ্গে দেখতে চাইবেন। আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে।
মন্তব্য করুন