- খেলা
- বিশ্বকাপ ফ্লাইট ‘মিস’ করলেন জার্মানির স্টেগান
বিশ্বকাপ ফ্লাইট ‘মিস’ করলেন জার্মানির স্টেগান

ছবি: মার্কা
দলের সঙ্গে কাতার বিশ্বকাপের মিশন শুরু করা হলো না বার্সেলোনায় খেলা জার্মানির গোলরক্ষক মার্ক টের স্টেগানের। শারীরিক জটিলতার কারণে পরে দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।
বিশ্বকাপে জাপান প্রথম ম্যাচ খেলবে ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে। তবে কাতারে যাওয়ার আগে ওমানে যাচ্ছেন জার্মানির ফুটবলাররা। আরব দেশের গরমের সঙ্গে মানিয়ে নিতে সেখানে ক্যাম্প করবেন হানসি ফ্লিকের শিষ্যরা। ওমানের বিপক্ষে একটি গা গরমের ম্যাচও খেলবে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ।
গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বা পরিপাকতন্ত্র, মুখ, ও ঠোঁটের ইনফেকশনের কারণে জাতীয় দলের অন্য সতীর্থদের সঙ্গে একই বিমানে যাওয়া হলো না স্টেগানের। জার্মান টিমের পক্ষ থেকে টুইট বার্তায় জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে স্টেগান দলের সঙ্গে ওমানের ট্রেনিং ক্যাম্পে যেতে পারছেন না। তিনি আপাতত ফ্রাঙ্কফুটে আছেন এবং যত দ্রুত সম্ভব দলের সঙ্গে যোগ দেবেন।’
জার্মানির হয়ে ৩০ ম্যাচে গোলবার সামলেছেন বার্সেলোনায় খেলা স্টেগান। কাতার বিশ্বকাপে দলে থাকলেও তার শুরুর একাদশে জায়গা অনিশ্চিত। কারণ দলটি এখনও অভিজ্ঞ ম্যানুয়েল নয়্যারে আস্থা রাখছে। কাতার বিশ্বকাপেও হানসি ফ্লিকের বড় ভরসার নাম নয়্যার। স্টেগানকে তাই বেঞ্চ গরম করতে হতে পারে।
মন্তব্য করুন