সব কিছু ঠিকভাবেই চলছিল। আন্তর্জাতিক ও ঘরোয়া আরচারি প্রতিযোগিতার জন্য টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করে যাচ্ছিলেন দেশসেরা তীরন্দাজ রোমান সানা। মাথা গরম করে সতীর্থের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন টোকিও অলিম্পিক খেলা রোমান। ভিডিওতে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রমাণ পায় বাংলাদেশ আরচারি ফেডারেশন। 

এর পর কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় তাকে। শোকজের জবাব দেওয়ার পর ওই সতীর্থের সঙ্গে আবার ঝগড়া বাধান রোমান। যে কারণে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ফেডারেশন।

বাংলাদেশের আরচারির 'পোস্টার বয়' রোমান সানাকে ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে দুই বছর করে নিষিদ্ধ করেছে দেশের আরচারির নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে মঙ্গলবার তাকে ক্যাম্প ছেড়ে দিতে বলা হয়েছে। অবশ্য তার আচরণে পরিবর্তন এলে শিগগিরই তীর-ধনুক হাতে দেখা যেতে পারে রোমানকে।