- খেলা
- সুয়ারেজ-সনের দ্বৈরথ আজ
সুয়ারেজ-সনের দ্বৈরথ আজ

আজ উরুগুয়ের সামনে দক্ষিণ কোরিয়া
সবার শেষে কাতার বিশ্বকাপ শুরু করছে এইচ গ্রুপ। আজ প্রথম ম্যাচে শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া। এ ম্যাচে দলগত লড়াইয়ের বাইরে দুই দলের মহাতারকা লুই সুয়ারেজ ও সন হিউং মিনের ব্যক্তিগত দ্বৈরথের দিকেও নজর থাকবে সবার। লাতিন আমেরিকা ও এশিয়ার দুই অভিজাত দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
সত্যি বলতে, লাতিন ফুটবলের সঙ্গে পাল্লা দেওয়ার সক্ষমতা এশিয়ান ফুটবলের নেই। উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হবে। উরুগুয়ের ১৪তম স্থানের বিপরীতে দক্ষিণ কোরিয়া আছে ২৮তম স্থানে। র্যাঙ্কিংয়ের সেরা ২০-এ এশিয়া থেকে জায়গা পেয়েছে কেবল ইরান। সাম্প্রতিক সময়ে হিসেবেও দারুণ ছন্দে রয়েছে লা সেলেস্তেরা।
এক ঝাঁক আন্তর্জাতিক তারকায় ঠাসা উরুগুয়ে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দুর্দান্ত দল নিয়ে বিশ্বকাপে এসেছে। দুই অভিজ্ঞ তারকা এডিসন কাভানি ও লুই সুয়ারেজ কাতারে চতুর্থ বিশ্বকাপে অংশ নিচ্ছেন। তারকায় ঠাসা উরুগুয়ের বিপরীতে দক্ষিণ কোরিয়ার ফুটবল আকাশ অনেকটাই খালি। যেখানে সূর্যের ন্যায় মাঠে আলো ছড়ান টটেনহ্যাম হটস্পার তারকা সন হিউং মিন। তবে কয়েক সপ্তাহ আগে মুখে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে মাস্ক পরেই মাঠে নামতে হচ্ছে তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা এ ফরোয়ার্ডকে।
মন্তব্য করুন