ফুটবলের সর্বোচ্চ এই আসরের প্রতিটিতেই অংশ নেয়া একমাত্র দল ব্রাজিল। সাম্প্রতিক দারুণ খেলা দলটির বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ সার্বিয়া। ভেন্যু লুসাইল। যেখানে আগের ম্যাচেই ফেভারিট আর্জেন্টিনাকে এক ঝটকায় মাটিতে নামিয়ে আনে সৌদি আরব। মেসিদের অমন হাল দেখে আগে থেকেই সতর্ক হয়ে গেছে নেইমাররা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

এর মধ্যেই খবর রটেছে ড্রোন উড়িয়ে সার্বিয়ার কৌশন জানছে সেলেকাওরা! তবে এর সত্যতা নিশ্চিত করতে পারেননি সার্বিয়ান কোচ দ্রাগান স্টইকভিচ। তিনি এমন খবরে বেশ অবাক।

এমন কিছুর আশঙ্কা উড়িয়ে দিয়ে সার্বিয়ার কোচ জানালেন, 'ব্রাজিল কেন আমাদের ওপর ড্রোন উড়িয়ে খবর নেবে? তাদের এসবের প্রয়োজন নেই। ব্রাজিল ফুটবলের সুপার পাওয়ার। আমরা এমন কিছু নই, যে তাদের ড্রোন উড়িয়ে কৌশল বুঝতে হবে।'

ব্রাজিল ও সার্বিয়া দুই দলই ক্যাম্প করছে দোহার আল আরাবি ট্রেনিং ফ্যাসিলিটিতে। তাদের অবস্থান আবার রাস্তার দুই পাশেই। তবে ড্রোন ঘটনার পুরোটাই মিথ্যা বলছেন স্টইকভিচ, 'আমি মনে করি এটা পুরোপুরি ভুল একটা খবর, গুজব। এটা যদি সত্যও হয়, ব্রাজিল যদি সত্যি সত্যিই ড্রোন ওড়ায়, তাহলে আমি মনে করি, তাদের বিশেষ কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।'

নিজের দল সার্বিয়াকে নিয়ে স্টইকভিচ বলেন, 'আমরা এখন অনেক পরিণত দল। আমাদের খেলোয়াড়েরা বিশ্বকাপে আগে খেলে আত্মবিশ্বাসী, তবে এবারের বিশ্বকাপ আমাদের জন্য নতুন এক চ্যালেঞ্জ। এটা বলতে পারি যে আমরা কাউকে ভয় পাই না।'