ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়াকে নিয়ে গড়া কঠিন গ্রুপ- 'জি'। এই গ্রুপের দুই দল সুইজারল্যান্ড-ক্যামেরুন আজ নামছে নিজেদের প্রথম ম্যাচ খেলতে। আল জানুব স্টেডিয়ামে বিকেল ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি। বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক ফুটবলে এর আগে কখনই একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পায়নি দুই মহাদেশের দুই পরাশক্তি।

অঘটনের বিশ্বকাপে ক্যামেরুনও চাইছে সৌদি আরব-জাপানের মতো অবিশ্বাস্য কিছু করে দেখাতে। দলটির কোচ ও সাবেক অধিনায়ক রিগোবার্ট সং তাই বলেছেন, 'বিশ্বকাপে আমরা বেশ কিছু চমক দেখেছি। আমারও আমাদের প্রতিপক্ষকে সম্মান দেই। তবে মাঠেই প্রমাণটা মেলে কে বেশি শক্তিশালী।'

ম্যাচে ভালো করতে সুইজারল্যান্ড চেয়ে থাকবে জাকা-শাকিরিদের দিকে। ডেনিস জাকারিয়া, ম্যানুয়েল আকানজিরাও বড় নাম দলটিতে। ক্যামেরুন শিবিরেও আছেন বায়ার্ন মিউনিখ তারকা এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং।

সুইজারল্যান্ড একাদশ (৪-২-৩১--১): সোমার (গোলরক্ষক), শাকিরি, রদ্রিগেজ, জাকা, ফ্রেউলার, উইডমার, এলভেদি, এমবোলো, সো, আকানজি, ভার্গাস।

ক্যামেরুন একাদশ (৪-৩-৩): ওনানা (গোলরক্ষক), ক্যাসটেলেট্টো, একামবি, চৌপো-মোটিং, অ্যাঙ্গুইসা, টোলো, হোংলা, এমবেউমো, এনকোলো, ফাই, গোয়েট।