জাপানের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছে জার্মানি। গ্রুপ পর্বে তাদের পরের ম্যাচে স্পেনের বিপক্ষে। ওই ম্যাচ আসরে জার্মানির টিকে থাকার লড়াই। দল খাদের কিনারে থাকলেও রক্ষণাত্মক খেলবেন না ফ্লিক।

টুর্নামেন্টে জার্মানি কঠিন অবস্থায় পড়েছে স্বীকার করলেও দমে যাননি কোচ ফ্লিক। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন শক্তিশালী প্রতিপক্ষ হলেও আশার সাগরেই ভেলা ভাসাচ্ছেন জার্মান কোচ। 

তিনি বলেন, ‘২০১৮ সালে আমি দলের সঙ্গে ছিলাম না। সেটা নিয়ে ভাবতেও চাই না। আমাদের ক্ষতি কাটিয়ে উঠতে হবে। সে কারণে রোববার স্পেনের বিপক্ষে আমাদের ঝুঁকি নিতেই হবে। জয় ছিনিয়ে নেওয়ার মতো দল আমরা, কিন্তু মাঠে ৯০ মিনিট জুড়ে আমাদের সেটা করে দেখাতে হবে।’

স্পেনকে হারানো যে সহজ হবে না, প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সে বার্তা দিয়ে রেখেছে ২০১০ বিশ্বচ্যাম্পিয়নরা।