বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মেক্সিকোর মুখামুখি হচ্ছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়ায় এখন প্রতিটি ম্যাচই আর্জেন্টিনার জন্য জীবন-মরণ লড়াইয়ের। আর কোনো ম্যাচে পা মচকালেই গ্রুপ পর্ব থেকে বাদ পরার শঙ্কা।

ফিফা র‍্যাংকিংয়ের হিসেবে আর্জেন্টিনা বেশ এগিয়ে থাকলেও মেক্সিকো একদম দুর্বল প্রতিপক্ষ নয়। আর্জেন্টিনার র‍্যাংকিং ৩, অন্যদিকে মেক্সিকোর ১৩।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ১৭ ম্যাচ খেলে ১১ জয় আর ৬ ড্র নিয়ে অপরাজিত ছিল। অন্যদিকে মেক্সিকো ১৪ ম্যাচের মধ্যে জিতেছে ৮টি, ড্র ৪ ম্যাচ এবং হার দুটিতে।

এখন পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে দুদল। ১৬ বার জিতেছে আর্জেন্টিনা। মেক্সিকোর জয় ৫টি, বাকি ১৪টি ম্যাচ ড্র হয়েছে। তবে আশার কথা, বিশ্বকাপে আর্জেন্টিনাকে একবারও হারাতে পারেনি মেক্সিকো। তিনবার দেখা হয়েছে দুই দলের, তিনবারই জিতেছে আর্জেন্টিনা। 

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপেই প্রথমবার দেখা হয়েছিল আর্জেন্টিনা-মেক্সিকোর। এরপর আরো দুইবার মুখোমুখি হয় তারা। ২০০৪ সালের জুলাইয়ের পর মেক্সিকোর কাছে হারেনি আলবিসেলেস্তেরা।

আর দুই দলের সবশেষ দেখা হয়েছিল প্রীতি ম্যাচে। ২০১৯ সালের সেপ্টেম্বরে সে ম্যাচে লতারো মার্টিনেজের হ্যাটট্রিকে মেক্সিকানদের ৪-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা।