ফেভারিট হিসেবেই কাতার বিশ্বকাপে পা রেখেছিল আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচ অপরাজিতরা বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছিল। উল্টো সৌদির কাছে হেরে পা মচকেছে আর্জেন্টিনার। আলবেলিস্তেদের জন্য পরের ম্যাচ তাই 'ডু অর ডাই'। নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। যেটি জিতলে বেঁচে থাকবে নকআউটের আশা।

সংবাদ সম্মেলনে স্কালোনির কাছে জানতে চাওয়া হয়েছিল, বাঁচা-মরার এমন ম্যাচে আর্জেন্টিনা খেলার ধরনে পরিবর্তন আনবে কিনা? উত্তরে আলবেলিস্তেদের কোচ জানান, 'আমরা এরইমধ্যে মেক্সিকোকে নিয়ে চিন্তা করছি যা আলাদা হবে। তবে মঙ্গলবার যা হয়েছে (সৌদির কাছে হার) তার জন্য আমরা খেলার ধরন বদলাব না।'

স্কালোনি যোগ করেন, 'মেক্সিকো দুর্দান্ত দল। আমরা আগেও সেটা বলেছি। তারা আগ্রাসী দল, দারুণ কোচ আছে। তবে আমাদের স্টাইলটা বদলানো সম্ভব না। আমরা হয়তো প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছি, কিন্তু আমাদের নিজেদের পরিকল্পনায় ভরসা রাখতে হবে।'

সৌদির কাছে হারায় চারদিক থেকে দুয়ো শুনতে হচ্ছে আর্জেন্টিনাকে। তবে একটা ম্যাচ হেরেছে বলেই এই দল খারাপ হয়ে যায়নি বলে জানান মেসিদের কোচ স্কালোনি। তিনি বলেছেন, 'আমি ও ছেলেরা সবাইকে বলছি- আমরা নিজেদের সবকিছু দেবো। আমাদের ওপর বিশ্বাস রাখুন। কারণ একটা ম্যাচ আমাদের বাকি সব খেলাকে কলঙ্কিত করতে পারে না।'