হারভিং লোসানো। ডাচ লিগে আলো ছড়িয়েছেন যিনি। চলতি মৌসুমে সেই লিগে গোল করেছেন ১৭টি, সাথে অ্যাসিস্ট করেছেন ১১ গোলে। এই মেক্সিকান ফরোয়ার্ডের কাছে বিশ্বের সেরা ফুটবলার হচ্ছে মেসি। আর্জেন্টিনার সুপারস্টারের সাথে খেলতে আর তর সইছে না তার।

আর্জেন্টিনা ম্যাচের আগে ২৭ বছর বয়সী লাসানো সাংবাদিকদের বললেন, মেসির বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন তিনি। তার কাছে সেরা খেলোয়াড় হলেন মেসি।

আজ লুসাইল স্টেডিয়ামে রাত একটায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-মেক্সিকো। যেই মাঠে সৌদির বিপক্ষে ধাক্কা খেয়েছিল মেসির দল। লাসানো জানে, ম্যাচটি জিততে যে মরিয়া থাকবে আর্জেন্টিনা। এমনকি এই ম্যাচে নিজেকে উজাড় করে দিতে চাইবেন মেসি।

তবে মেক্সিকান ফরোয়ার্ড আত্মবিশ্বাসী, আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের মতো আরেকটি চমক উপহার দিতে পারবেন তারা। তিনি বলেন, আমাদের যথেষ্ট ধৈর্য্য আছে। আমরা দারুণ একটি দল, মাঠে আমাদের সেটি দেখাতে হবে। এই ম্যাচটি হতে পারে আমাদের পরের ধাপে ওঠার চাবিকাঠি।'

বিশ্বকাপে আর্জেন্টিনাকে একবারও হারাতে পারেনি মেক্সিকো। তিনবার দেখা হয়েছে দুই দলের, তিনবারই জিতেছে আর্জেন্টিনা।