‘এই ইনজুরি জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত।’ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালির ইনজুরিতে পড়েছেন নেইমার জুনিয়র। গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হবে না তার। ক্যামেরুনের বিপক্ষেও অনিশ্চিত তিনি। 

ওই ইনজুরিকে জীবনের কঠিনতম উল্লেখ করে নেইমার ভক্তদের বিশ্বাস রাখতে বলেছেন। আবার সুযোগ পেলে তিনি ব্রাজিলেই জন্মগ্রহণ করতে চান বলে মন্তব্য করেছেন। নেইমারের ওই ইনস্টাগ্রাম পোস্টে ব্রাজিলিয়ান ভক্তরা বাজে মন্তব্য করেছেন, কটাক্ষ করেছেন। 

বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়ের সমালোচনা করায় ভক্তদের পাল্টা জবাব দিয়েছেন ২৫ বছর বয়সী ব্রাজিলের রাইট উইঙ্গার রাফিনহা। ইনস্টাগ্রামে তিনি আক্ষেপ করে লিখেছেন, ‘নেইমারের ব্রাজিলে জন্মানো ভুল হয়েছে।’ 

রাফিনহা লিখেছেন, ‘আর্জেন্টিনার ভক্তরা মেসিকে ঈশ্বরের চোখে দেখে, রোনালদোকে পর্তুগিজরা রাজা মনে করে। আর ব্রাজিলিয়ানরা চায় নেইমারের পা ভাঙুক। কী নির্মম ব্যাপার! নেইমারের বড় ভুল হচ্ছে ব্রাজিলে জন্মানো। এই দেশ তার প্রতিভা, তার খেলা ধারণের যোগ্য নয়।’ 

রাফিনহার ওই পোস্টেও একাধিক ভক্ত পিএসজিতে খেলা ব্রাজিলিয়ান নাম্বার টেনের সমালোচনা করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘ব্রাজিলের ৭ লাখ করোনা ভুক্তভোগীদের প্রতি নেইমার কোন সহানুভূতি দেখাননি। ব্রাজিলিয়ানদের যিনি সবচেয়ে বেশি অবহেলা করেছেন, তাকে সহানুভূতি দেখাতে বলছেন? আপনি (রাফিনহা) তার জন্য সহানুভূতি চাচ্ছেন? দারুণ বিড়ম্বনা!’