নেইমারের শীর্ষ পর্যায়ের ১২ বছরের ক্যারিয়ারই ইনজুরি জর্জরিত। ইউরোপে আসার পরে ইনজুরিতে পড়েননি এমন মৌসুম খুব কম গেছে ব্রাজিলিয়ান তারকার। বার্সেলোনায় থাকাকালীন ইনজুরি সমস্যা ছিল। পিএসজি গিয়ে তা আরও বেড়েছে।  

২০১৪ বিশ্বকাপে নকআউট পর্বে ভয়ঙ্কর ইনজুরিতে পড়েছিলেন। ২০১৮ বিশ্বকাপ খেলতে এসেছিলেন ক্যারিয়ারের সবচেয়ে বড় ইনজুরি থেকে ফিরে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় ম্যাচটা খেলেছিলেন ইনজুরি কাটিয়ে।  

কাতার বিশ্বকাপে ফ্রেশ নেইমারকে পেয়েছিল ব্রাজিল দল। কিন্তু প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে তার খেলা হবে না। ক্যামেরুনের বিপক্ষেও অনিশ্চিত তিনি। নেইমার তার এই ইনজুরিকে ক্যারিয়ারের কঠিনতম বলে উল্লেখ করেছেন। কারণ এবারের ইনজুরিও যে বিশ্বকাপে। যেখানে তাদের ‘হেক্সা জয়ের’ ভালো সুযোগ আছে। 

তবে নেইমার জানিয়েছেন, ফিরে আসবেন শক্তভাবে। ইনস্ট্রাগ্রামে ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, ‘এই জার্সি পরার গৌরব বলে বোঝানো যাবে না। যদি ঈশ্বর আমাকে আবার জন্ম নেওয়ার সুযোগ দিতেন, অবশ্যই আমি ব্রাজিলকে বেছে নিতাম। জীবনে আমি কিছুই সহজে পাইনি। আমাকে লক্ষ্য ও স্বপ্নের পেছনে নিরলস ছুটতে হয়েছে।’ 

ইনজুরি থেকে ফিরে সেরাটা খেলতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন বলেও জানিয়েছেন ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা, ‘এটা আমার ক্যারিয়ারের কঠিনতম মুহূর্ত। কারণ এবারও বিশ্বকাপে ইনজুরিতে পড়েছি। যা খুবই কষ্টের। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমি ফিরে আসবো। কারণ দেশ ও সতীর্থদের সহায়তা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপে এসেছি। শত্রুরা এভাবে আমাকে দাবিয়ে রাখবে। তা হতে পারে না!’