আর্জেন্টিনাকে হারিয়ে বড় চমক দিয়ে আসর শুরু করা সৌদি আরব ভিন্ন মেজাজে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামে। ইউরোপের দেশ পোল্যান্ডের বিপক্ষে এশিয়ার প্রতিনিধিরা ভালোও খেলেছে। কিন্তু গোল খেয়ে এবং পেনাল্টি মিস করে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে কাতারের নিকট প্রতিবেশিরা। 

ম্যাচের ৩৯ মিনিটে পোল্যান্ডের সেবাস্তিয়ান জেলেনস্কি পোস্টের ঠিক মুখ থেকে জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন। ওই গোলে বড় অবদান রবার্ট লেভানডভস্কির। তিনি ড্রিবলিং করে গোলের ঠিক মুখে চলে যান। শট নিতে না পারলেও গোলের একেবারেই কাছ থেকে শট নিলেই গোল এমন সুযোগ বানিয়ে দেন। 

ওই গোল প্রথমার্ধের যোগ করা সময়েই শোধ করার সুযোগ পায় সৌদি আরব। বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় আরব দেশটি। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত গোল করা সালেম আলী দাউসারি পেনাল্টি থেকে জালে বল পাঠাতে পারেননি। জুভেন্টাসে খেলা পোলিশ গোলরক্ষক তার শট ফিরিয়ে দেন। 

ফিরতি শটে গোল করার সুযোগ পান আলী বেরিক। কিন্তু তিনিও পোস্টে রাখতে পারেননি শট। পোল্যান্ডের চেয়ে প্রথমার্ধে বেশি বলের দখল রেখে সৌদি গোলে ভালো তিনটি শট নেয়। কিন্তু পোলিশ গোলরক্ষকের নির্ভার গ্লাভস ফাঁকি দিতে পারেনি তারা।