- খেলা
- ইয়াসেরকে নিয়েই খেলতে নামল সৌদি!
ইয়াসেরকে নিয়েই খেলতে নামল সৌদি!

ইনজুরিতে মুখের হাড় ভেঙে যাওয়া ইয়াসেরকে নিয়েই যেন নামল সৌদি। ছবি: এএফপি
আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত জয়ের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের আল শাহরানি। মাঠে নিজেদের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে রক্তাক্ত হন তিনি। পরে সৌদি আরব ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ইয়াসেরের মুখের হাঁড় ভেঙে গেছে।
প্রাথমিকভাবে তাকে দোহার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি সার্জারির পরে বিমানে তাকে বিশেষ বিমানে সৌদি আরবে আনা হয়। রিয়াদে তার মুখের সার্জারি করানো হয়। সুস্থ থাকলেও ইয়াসেরর বিশ্বকাপ শেষ হয়ে গেছে।

বিশ্বকাপের মতো আসরে সতীর্থকে হারানোয় সৌদি আরবের ফুটবলাররা টিম ফটোসেশনের সময় তার প্রতি সম্মান জানান। দলটির গোলরক্ষক মোহামেদ আল ওয়াইস নিজের মুখের ওপর ইয়াসেরের জার্সি তুলে ধরে টিম ফটোসেশন করেন। ওয়াইস হয়তো বুঝাতে চেয়েছেন, তার জন্য ভয়াবহ ইনজুরিতে পড়েছেন ইয়াসের।
মন্তব্য করুন