- খেলা
- ‘মেসি মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত’
‘মেসি মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত’

ছবি: এএফপি
সেই ১৯৩০ সাল থেকে আর্জেন্টিনা-মেক্সিকোর দৌরাত্ম চলছে। ফুটবলের ময়দানী লড়াইয়ে আর্জেন্টিনার সঙ্গে মেক্সিকানরা পেরে ওঠেনি। ৩৫ দেখায় মেক্সিকো জয় পেয়েছে মাত্র পাঁচটি। ফল আর্জেন্টিনার পক্ষে গেছে ১৬ বার। ড্র হয়েছে ১৪ ম্যাচ। তবে মেক্সিকো কখনও আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলেনি।
দুই দেশের সীমান্ত বিরোধ আছে। ম্যাচে যার প্রতিফলন দেখা যায়। এরই মধ্যে আর্জেন্টিনা ও মেক্সিকোর ভক্তদের মধ্যে বিরোধ বেধে গেছে। ওদিকে সৌদির বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা ‘আহত বাঘ’। জিতবেই হবে এমন প্রত্যয় নিয়ে নামছেন লিওনেল মেসিরা। ম্যাচটি তাই আগুনে লড়াইয়ের বার্তা দিচ্ছে।
ওই ম্যাচের জন্য সেরা লিওনেল মেসিকেই বেশি দরকার আলবিসেলেস্তেদের। আকাশি-নীল জার্সিধারীদের কোচ লিওনেল স্কালোনি বলেছেন গুরুত্বপূর্ণ ওই ম্যাচের জন্য লিও মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত, ‘সে (মেসি) খুব ভালো অনুভব করছে। কিন্তু অন্য যেকোন সময়ের চেয়ে দলের সকলকে আমাদের বেশি দরকার।’
আর্জেন্টাইন কোচ বলেন, ‘মেসির শারীরিক ফিটনেস নিয়ে কোন প্রশ্ন নেই। মানসিকভাবেও সে খুব ভালো অনুভব করছে। এসব নিয়ে কোন সমস্যা নেই। লিও ঠিক আছে। তার অন্য সতীর্থরাও। আমরা জানি,ম্যাচটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের তরুণ খেলায়াড়রাও জানে। মাঠে আমাদের সর্বোচ্চটা দিতে হবে। সবটা নির্ভর করছে আমাদের খেলার ওপর।’
বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার শুরুর একাদশে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমোরোকে বেঞ্চে বসতে হতে পারে। তার জায়গায় খেলতে পারেন ম্যানইউতে খেলা লিয়ান্দ্রো মার্টিনেজ। স্ট্রাইকার জুলিয়েন আলভারেজ একাদশে থাকতে পারেন। মিডফিল্ডে তরুণ এনজো ফার্নান্দেজকে দেখা যেতে পারে।
মন্তব্য করুন