- খেলা
- একাদশে তিন পরিবর্তন এনে খেলছে ফ্রান্স
একাদশে তিন পরিবর্তন এনে খেলছে ফ্রান্স

ছবি: এএফপি
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ৪-১ গোলে জিতেছে ফ্রান্স। ডেনমার্কের বিপক্ষে গ্রুপের সবচেয়ে কঠিন লড়াইয়ে মাঠে নেমেছে গত আসরের চ্যাম্পিয়নরা। ওই একাদশে তিন পরিবর্তন এনেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে লেফট ব্যাকে খেলা লুকাস হার্নান্দেজ ইনজুরিতে পড়েন। তার জায়গায় ডেনিসদের বিপক্ষে অন্য ভাই থিও হার্নান্দেজ শুরুর একাদশে আছেন। সেন্ট্রাল ডিফেন্সে ওই ম্যাচে ছিলেন ইব্রাহিমা কোনাতে। তার জায়গায় ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার রাফায়েল ভারানে।
ফ্রান্স কোচ রাইট ব্যাক পজিশনে রেখেছেন বার্সেলোনায় খেলা জুলেন কুন্দেকে। ক্লাবে তিনি সেন্ট্রাল ডিফন্ডার পজিশনে খেলেন। তাকে সুযোগ দিতে কোচ দিদিয়ের দেশম বেঞ্চে রেখেছেন বায়ার্ন মিউনিখে খেলা গত বিশ্বকাপে খেলা বেঞ্জামিন পাভার্ডকে।
ফ্রান্সের একাদশ: হুগো লরিস, থিও হার্নান্দেজ, দায়ত উপামেকানো, রাফায়েল ভারানে, জুলেন কুন্দে, অঁরেলিন চুয়ামেনি, আন্দ্রে রাবিওট, অ্যান্তোনিও গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, অলিভার জিরু, কিলিয়ান এমবাপ্পে।
ডেনমার্ক একাদশ: কাসপার স্মাইকেল, ভিক্টর নেলসন, আন্দ্রে ক্রিস্টেনসেন, জোয়াকিম অ্যান্ডারসন, জোয়াকিম মাহলি, ক্রিস্টিয়ান এরিকসন, এমিল হোজবার্গ, রাসমাস ক্রিস্টেনসেন, মিকেল ডেমসগার্ড, জাসপার লিন্ডস্ট্রম, আন্দ্রেসা কর্নেলিউস।
মন্তব্য করুন