সাবেক তারকা খেলোয়াড়দের কেউ কেউ কমেন্ট্রি করেন, কলাম লেখেন, সাক্ষাৎকারও নেন। ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনাল্ডো একটি সাক্ষাৎকার নিয়েছেন সোমবার রাতে। কিংবদন্তি সাবেক এ স্ট্রাইকার স্বদেশি নতুন সেনসেশন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগোর মুখোমুখি হয়েছিলেন। রোনাল্ডোর সঙ্গে রদ্রিগোর সাক্ষাৎকারটি সমকাল পাঠকদের জন্য-

রোনাল্ডো: ক্যাসিমিরোর গোলেই সুইজারল্যান্ডের বিপক্ষে জিতেছে ব্রাজিল। আপনার অ্যাসিস্ট থেকে গোলটি করে ক্যাসিমিরো। দু'জনের রসায়ন সম্পর্কে জানতে চাই।

রদ্রিগো: আমার সঙ্গে ক্যাসিমিরোর বোঝাপড়া দারুণ। মাঠে সব সময় 'ক্যাসি'র সঙ্গে অনেক কথা হয়। প্রথমে যখন সে বলের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছিল, আমি চিৎকার করে বলেছিলাম- এটা (বল) ছেড়ে দাও। সে বল ছেড়ে দিয়ে কিছুটা ফাঁকা জায়গায় অপেক্ষা করছিল। আমার পায়ে বল আসতেই সুইজারল্যান্ড খেলোয়াড়রা আমার দিকে ছুটে আসেন। তখন ক্যাসিমিরোর দিকে বলটি বাড়াতেই সে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করে। আমাদের জয় এনে দেয়।

রোনাল্ডো: দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। এই দলের হয়ে বিশ্বকাপ খেলতে কেমন লাগছে?

রদ্রিগো: সে এক চমকপ্রদ অনুভূতি, আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। দলের সঙ্গে থেকে প্রতিদিনই কিছু না কিছু শিখছি। অনুশীলনে বা হোটেলে যাওয়া অথবা সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া- সবকিছুই অন্যান্য আসর থেকে আলাদা। আমি খুবই খুশি। ঈশ্বরকে ধন্যবাদ যে, মাঠেও দলের সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে। সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই রোমাঞ্চকর লাগছে।

রোনাল্ডো: আমার মনে হয়, ব্রাজিলের শুরুর একদশে রদ্রিগোর থাকাটা দারুণ ব্যাপার হবে।

রদ্রিগো: আমি প্রস্তুত। কোচ যখনই আমাকে একাদশে চাইবেন, আমি তৈরি থাকব। সেটা পরের ম্যাচে ঘটলেও আমি প্রস্তুত। অথবা তার পরের ম্যাচে; সে জন্য পুরোপুরি প্রস্তুত থাকব। আমাকে চাইলেই পাওয়া যাবে।

রোনাল্ডো: পুরো ৯০ মিনিট খেলার জন্য কতটা প্রস্তুত আপনি?

রদ্রিগো: আমি ভালোভাবে অনুশীলন করেছি। সবকিছুই ঠিকমতো সম্পন্ন করেছি। কারণ এটা বিশ্বকাপ। যে কোনো মুহূর্তেই সুযোগ এসে যাবে। এ জন্য আপনাকে সব সময় তৈরি থাকতে হবে।

রোনাল্ডো: নেইমার চোটের কারণে পরের ম্যাচগুলোতে খেলতে না পারলে বাড়তি দায়িত্ব নিতে পারবেন তো?

রদ্রিগো: আমার জীবনটাই এমন, নিজেকে সব সময়ই তৈরি রাখতে হয়েছে। আমি যখন রিয়াল মাদ্রিদে যাই, তখন আমার বয়স ১৮। সুতরাং দলে দায়িত্ব নিতে আলাদাভাবে তৈরি হওয়ার কিছু নেই। কারণ ক্লাব বা জাতীয় দল, যেখানেই খেলেন না কেন, আপনাকে সব সময় নিজেকে প্রস্তুত করেই রাখতে হবে। সুতরাং যে কোনো অবস্থার জন্য নিজেকে আমি সব সময় প্রস্তুত রাখি।

রোনাল্ডো: নেইমার চোটে থাকায় দলে কি প্রভাব পড়েছে?

রদ্রিদো: নেইমারের অনুপস্থিতি সব সময়ই মাঠে অনুভূত হয়। তার জন্য সত্যি খারাপ লাগছে। আশা করছি, দ্রুতই সে মাঠে ফিরবে।