- খেলা
- হারলেও গ্রুপসেরা ফ্রান্স!
হারলেও গ্রুপসেরা ফ্রান্স!
-samakal-6386dc6a4c48c.jpg)
তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে এমবাপ্পে
শেষ ষোলো নিশ্চিত করা ফ্রান্স আজ 'ডি' গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে নামবে। এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ তিউনিসিয়ার বিপক্ষে ড্র করতে পারলেই গ্রুপসেরা হয়ে যাবে বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য হেরে গেলেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। সে ক্ষেত্রে গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। আর নকআউটের আশা বাঁচিয়ে রাখতে হলে তিউনিসিয়াকে অবশ্যই ফ্রান্সকে হারাতে হবে। কিন্তু দুরন্ত ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। নিজেদের রক্ষণ-দুর্গ রক্ষা করাই চ্যালেঞ্জিং হবে আফ্রিকান দেশটির।ঃ
প্রথম দুই ম্যাচ জেতা ফ্রান্সের গ্রুপসেরা হওয়া এক প্রকার নিশ্চিতই। এই গ্রুপে বিশ্বচ্যাম্পিয়নরা ছাড়া জয় আছে শুধু অস্ট্রেলিয়ার। তাই শুধু অস্ট্রেলিয়ারই সম্ভাবনা রয়েছে তাদের সমান ছয় পয়েন্ট সংগ্রহের। তাতেও কাজ হবে না। তিউনিসিয়ার কাছে ফ্রান্সের হারতে হবে এবং গ্রুপের অপর ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ৭ গোলের ব্যবধানে জিততে হবে অস্ট্রেলিয়াকে। তাহলেই কেবল অসিরা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। বাস্তবতার নিরিখে দুটি সমীকরণ মেলানো প্রায় অসম্ভবই। তাই আফ্রিকান দেশটির বিপক্ষে আজ গুরুত্বপূর্ণ ক'জনকে বিশ্রামে রাখতে পারেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। অবশ্য প্রায় আনুষ্ঠানিকতায় পরিণত হওয়া ম্যাচটিতে একটি রেকর্ডের দিকে মনোযোগী হতে পারে ফরাসিরা। বিশ্বকাপে টানা ম্যাচ জেতায় দ্বিতীয় স্থানে ইতালি। আজ জিতলে ফ্রান্সেরও আজ্জুরিতে সমান টানা ৭ জয় হবে। টানা ১১ ম্যাচ জিতে এ রেকর্ডে শীর্ষে আছে ব্রাজিল।
এক পয়েন্ট নিয়ে গ্রুপে সবার নিচে আছে তিউনিসিয়া। বিশ্বকাপে এখনও গোলের দেখা পায়নি তারা। প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও ভালো খেলেছিল আফ্রিকার দেশটি। কিন্তু গত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারেই ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে চলে গেছে তারা। তবে আজ ফ্রান্সকে যদি তারা বড় ব্যবধানে হারাতে পারে এবং অস্ট্রেলিয়া যদি নূ্যনতম ব্যবধানে ডেনমার্কের কাছে হেরে যায়, তখন তিউনিসিয়ার নকআউটের দরজা খুলতে পারে। সে সম্ভাবনা অবশ্য খুবই ক্ষীণ।
মন্তব্য করুন