- খেলা
- তিউনিসিয়ার বিপক্ষে ‘দ্বিতীয় সারির’ একাদশ ফ্রান্সের
তিউনিসিয়ার বিপক্ষে ‘দ্বিতীয় সারির’ একাদশ ফ্রান্সের

ছবি: এএফপি
প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে ফ্রান্স। এক ম্যাচ হাতে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় নাম তুলেছে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই তিউনিসিয়ার বিপক্ষে বেঞ্চে থাকা একাদশ নিয়ে ছক কষেছেন লেস ব্লুজ কোচ দিদিয়ের দেশম।
গোড়ালির ইনজুরি আছে কিলিয়ান এমবাপ্পের। তিনি নেই শুরুর একাদশে। স্ট্রাইকার অলিভার জিরু, অ্যাটাকিং মিডফিল্ডে খেলা গ্রিজম্যান, রাইট উইঙ্গার ডেম্বেলে আক্রমণের এই চার তারকা নেই একাদশে। মিডফিল্ডে ফোফানানে সুযোগ দেওয়া হয়েছে। মিডফিল্ডার এডওয়ার্ড কামাভিঙ্গাকে লেফট ব্যাকে রাখা হয়েছে।
অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিসকেও দেওয়া হয়েছে বিশ্রাম। ইনজুরি কাটিয়ে ফেরা ভারানে অবশ্য আছেন শুরুর একাদশে। তবে উপামেকানোর জায়গায় খেলছেন কোনাতে।
ফ্রান্সের শুরুর একাদশ: স্টিভ মানদান্দা, এডওয়ার্ড কামাভিঙ্গা, ইব্রাহিমা কোনাতে, রাফায়েল ভারানে, অ্যাক্সেল দিসাসি, জর্ডান ভেরেটআউট, অঁরেলিন চুয়ামেনি, ইউসুফা ফোফানা, কিংসলি কোম্যান, কোলো মুয়ামি, মাতেও গুন্দোইজি।
মন্তব্য করুন