ইনজুরির কারণে কাতারে এসেও আর্জেন্টিনার দুই গুরুত্বপূর্ণ সদস্য দল থেকে ছিটকে গেছেন। একজন হলেন ইন্টার মিলানে খেলা জোয়াকিম কোরেইরা। অন্যজন ফিওরেন্টিনার নিকো গঞ্জালেস। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, তারা দলের গুরুত্ব সদস্য ছিলেন।

সৌদি আরবের বিপক্ষে হেরে আসর শুরু করে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতলেও সুবাস ছড়াতে পারেনি আকাশি-সাদা জার্সিধারীরা। যদিও মেসি ও এনজের গোল ছিল দারুণ। 

পোল্যান্ডের বিপক্ষে আলবিসেলেস্তেরা নামছে বাঁচা-মরার লড়াইয়ে। যেখানে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। ড্র করলে বিদায় নেওয়ার শঙ্কা আছে, রানার্স আপ হয়েও নকআউটে যাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে গত মৌসুমের মতো মুখোমুখি হতে হবে ফ্রান্সের। 

গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে স্কালোনি তার দুই ইতালিয়ান লিগে খেলা ফরোয়ার্ডকে হারানোর ক্ষতি কাটিয়ে উঠতে না পারার কথা বললেন, ‘একজন কোচকে বদলি খেলোয়াড় নামানোর বিষয়ে অনেক কিছু ভাবতে হয়। এটা সত্য যে, কোরেইরা, নিকো গঞ্জালেসের মতো খেলোয়াড় ছিটকে যাওয়া কষ্টের, কারণ তারা দলে অনেক অবদান রাখতে পারে। তবে তার জন্য দল হয়ে খেলার বিষয়ে আমরা ছাড় দিতে পারি না।’ 

জোয়াকিম কোরেইরা চলতি মৌসুমে ইন্টার মিলানের হয়ে সব মিলিয়ে ১৮ ম্যাচে তিন গোল করেছেন। নিকো গঞ্জালেস লিগে সব মিলিয়ে ১০ ম্যাচে করেছেন চার গোল। দলটির গুরুত্বপূর্ণ সদস্য হুয়ান ফয়েথ ইনজুরির কারণে বিশ্বকাপে আসতে পারেননি।