- খেলা
- প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলেন তাসকিন, শঙ্কায় তামিম
প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলেন তাসকিন, শঙ্কায় তামিম
-samakal-63888f8622818.jpg)
দিনকয়েক বাদেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ বাংলাদেশের। এই সিরিজের আগে দুঃসংবাদ পেয়েছে টাইগাররা। পুরোনো পিঠের ব্যথার কারণে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবেন না বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। শঙ্কা আছে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও।
ওয়ানডে স্কোয়াডে তাসকিনের ব্যাকআপ হিসেবে দলে ডাকা হয়েছে শরিফুল ইসলামকে। বিসিবির প্রধান নির্বাহী মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, 'ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছে তাসকিন, তার পিঠের পুরোনা ব্যথার কারণে। তার উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।'
অন্যদিকে অধিনায়ক তামিমকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে গতকালকের ক্লোজ ডোর অনুশীলন ম্যাচে পাওয়া চোটের জন্য। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা ম্যাচে তামিম হাঁকিয়েছেন সেঞ্চুরি। ৯৫ বলে ১১ চার ৩ ছক্কায় ১০১ রান করে হয়েছেন রান আউট। এই ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছেন তামিম।
আগামী রোববার মিরপুরে হবে প্রথম ওয়ানডে। ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচ হবে ১০ ডিসেম্বর চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর।
মন্তব্য করুন