- খেলা
- ওয়ানডে সিরিজে তামিমকে পাচ্ছে না বাংলাদেশ
ওয়ানডে সিরিজে তামিমকে পাচ্ছে না বাংলাদেশ

তামিম ইকবাল। ছবি-ফাইল
ইনজুরিতে পড়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন এই ফরম্যাটে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। শুধু ওয়ানডে সিরিজ নয়, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।
বুধবার মিরপুরে ওয়ার্ম আপ ম্যাচ খেলার সময় কুঁচকিতে চোট পান তামিম। অন্তত দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে ওয়ানডে অধিনায়ককে। হাঁটুর স্ক্যান করানোর পর সুখবর পাওয়া যায়নি। যে কারণে খেলা হচ্ছে না ওয়ানডে সিরিজে।
এদিকে তামিমের অনুপস্থিতিতে দলের নেতৃত্বে কে আসবেন এ বিষয়ে এখনো কিছুই জানায়নি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে তামিমের অনুপস্থিতিতে নেতৃত্বে আসতে পারেন সাকিব আল হাসান। পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর এই প্রথম কোনো সিরিজে খেলা হচ্ছে না তামিমের।
তামিমের আগেই চোটে পড়েছেন ওয়ানডে সিরিজের দলে থাকা পেসার তাসকিন আহমেদ। পিঠের পুরোনো চোট ফিরে আসায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলা হচ্ছে না তার। পুরো সিরিজে খেলা নিয়েও শঙ্কা আছে। তাসকিনের পরিবর্তে বাংলাদেশ 'এ' দল থেকে ডেকে আনা হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে।
৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। ৭ ডিসেম্বর হবে দ্বিতীয় ওয়ানডে। আর ১০ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান।
মন্তব্য করুন