- খেলা
- লড়াইটা তাঁদের দু'জনেরও
লড়াইটা তাঁদের দু'জনেরও

ক্রোয়েশিয়ার ডমিনিক লিভাকোভিচ ও ব্রাজিলের অ্যালিসন বেকার
বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ আর উত্তেজনা। খেলা নির্ধারিত সময়ে শেষ না হলেই দর্শকদের উৎকণ্ঠা বাড়তে থাকে তবে কি পেনাল্টি শুটআউটে গড়াচ্ছে ম্যাচের ভাগ্য! আর এই টাইব্রেকারই গোলরক্ষককে নায়ক হওয়ার সুযোগ করে দেয়। শুধু টাইব্রেকার নয়, নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষকের দু-একটি সেভ অনেক সময় ম্যাচে পার্থক্য গড়ে দেয়। আজকের ব্রাজিল-ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনাল লড়াইয়েও তাই সবার বিশেষ নজর থাকবে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার ও ক্রোয়েশিয়ার ডমিনিক লিভাকোভিচের ওপর।
বর্তমান সময়ের সেরা গোলরক্ষকদের তালিকা করা হলে নিঃসন্দেহে উপরের দিকেই আসবে অ্যালিসন বেকারের নাম। যদিও কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত তেমন পরীক্ষায় পড়তে হয়নি অ্যালিসনকে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে সার্বিয়া ও সুইজারল্যান্ডের কেউই ব্রাজিলের পোস্টে অন টার্গেট শট নিতে পারেনি। তৃতীয় ম্যাচে ক্যামেরুনের কাছে ব্রাজিল ১-০ গোলে হারলেও সে ম্যাচে দলের সেরা গোলরক্ষককে বিশ্রামে রেখেছিলেন কোচ তিতে। শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার ছয়টি অন টার্গেট শটের পাঁচটি ফিরিয়ে দিলেও পাইক সেউং-হোর দূরপালল্গার এক শটে পরাস্ত হন অ্যালিসন। ব্রাজিলের হয়ে দ্বিতীয় বিশ্বকাপ খেলতে নামা অ্যালিসন এখন পর্যন্ত বিশ্বকাপে তাঁর খেলা আট ম্যাচের পাঁচটিতেই ক্লিনশিট রাখতে পেরেছেন। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হতে পারে অ্যালিসনকে।
ক্রোয়েশিয়াকে কোয়ার্টার ফাইনালে নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় অবদান ক্রোয়াট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের। জাপানের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে তিনটি পেনাল্টি শট আটকিয়ে তো রেকর্ডের পাতায় ঢুকে গেছেন লিভাকোভিচ। বিশ্বকাপের ইতিহাসে পাঁচটি পেনাল্টি শটের মধ্যে সর্বোচ্চ তিনটি শট আটকানো চতুর্থ গোলরক্ষক ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার বিশালাকায় এই গোলকিপার। শুধু টাইব্রেকারে পেনাল্টি সেভই নয়, জাপানের দারুণ সব আক্রমণও ক্রোয়েশিয়ার অর্ধে এসে আটকে গিয়েছিল লিভাকোভিচের গল্গাভসে। বিশ্বকাপে ক্রোয়েশিয়া আর পেনাল্টি শুটআউটের সখ্যতাও বেশ পুরোনো। গত বিশ্বকাপে শেষ ষোলোতে স্পেন আর কোয়ার্টার ফাইনালে রাশিয়াকে টাইব্রেকারে হারায় বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া। ব্রাজিলের সঙ্গে ম্যাচে খেলা যদি টাইব্রেকারে গড়ায়, তবে লিভাকোভিচের থেকে আরও একবার অসাধারণ কিছুর প্রত্যাশা থাকবে ক্রোয়েশিয়ানদের।
মন্তব্য করুন