- খেলা
- মডরিচকে আটকাতে ক্যাসেমিরোকে দায়িত্ব দেবেন ভিনি
মডরিচকে আটকাতে ক্যাসেমিরোকে দায়িত্ব দেবেন ভিনি
-samakal-6392de6329f2d.jpg)
রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলেন। এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র ও ক্রোয়েশিয়ার লুকা মডরিচ। এই ম্যাচের আগে ক্লাবের সতীর্থ এবং জাতীয় দলের প্রতিপক্ষ মডরিচকে খোলসবন্দি করে রাখার দায়িত্ব সতীর্থ মিডফিল্ডার ক্যাসেমিরোর ওপর ছেড়ে দিতে চান তিনি। কোয়ার্টার ফাইনালে হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত নয়টায়।
রিয়ালে ভিনি ছাড়াও মডরিচের সঙ্গে খেলেছেন ক্যাসেমিরো। চলতি মৌসুমে রিয়াল ছেয়ে ম্যানইউতে পাড়ি জমান ব্রাজিলের এই মিডফিল্ডার। প্রায় এক দশক ক্রোয়েশিয়া তারকার সঙ্গে খেলায় তার সম্পর্কে ভালো আইডিয়া আছে ক্যাসেমিরোর। এই সুযোগটাই দেখছেন মাদ্রিদে মডরিচের স্নেহভাজন ভিনিসিয়াস। তিনি বলেন, 'আমি সব সময় সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে পছন্দ করি। মডরিচের বিপক্ষে খেলাটা বিশেষ কিছু হতে চলেছে। তাকে আটকে রাখার ব্যাপারে বলতে গেলে, সেটা আমি ক্যাসেমিরোর ওপর ছেড়ে দেব, কারণ তিনি আমার চেয়ে কাজটা ভালো করতে পারেন। তিনি মডরিচকে খুব ভালোভাবে চেনেন, কারণ তারা লম্বা সময় একসঙ্গে খেলেছেন।'
সংবাদ সম্মেলনে মডরিচ প্রসঙ্গে বলতে গিয়ে তার সম্পর্কে অগাধ শ্রদ্ধা ঝরে পড়ল ভিনিসিয়াসের গলায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, 'যে খেলোয়াড়দের অসাধারণ দক্ষতা আছে, তাদের বিরুদ্ধে খেলা সবসময়ই কঠিন। মডরিচের কাছ থেকে সবসময়ই অনেককিছু শিখেছি। তিনি রোজই আমাকে কিছু না কিছু শেখান। তিনি সবসময় আমাকে শিক্ষা দেন। ৩৭ বছর বয়সী একজন ফুটবলার এই পর্যায়ে খেলছেন, এটা বিরল ঘটনা। তবে এখন এরকম অনেক ফুটবলারই আছেন। ক্রিশ্চিয়ানো (রোনাল্ডো), থিয়াগো সিলভারাও এই বয়সে বিশ্বকাপ খেলছেন। এই বয়সে বিশ্বকাপ খেলা স্বাভাবিক হয়ে যাচ্ছে। সেটা দেখে আমার বেশ ভাল লাগছে। মডরিচের বিপক্ষে খেলতে হবে বলে আমার আনন্দ হচ্ছে। আশা করি যারা সবচেয়ে ভাল খেলবে তারাই জয় পাবে।'
ক্রোয়েশিয়ার বিপক্ষে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনবারই জিতেছে ব্রাজিল। ড্র হয়েছে বাকিটি। ফলে পরিসংখ্যানে এগিয়ে থাকার সুখানুভূতি নিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামতে পারেন ভিনিসিয়াস- ক্যাসেমিরোরা।
মন্তব্য করুন