কাতার বিশ্বকাপে পাওলো দিবালাকে এখনও খেলতে দেখা যায়নি। এরই মধ্যে গ্রুপ পর্বের ৩ ও শেষ ষোলোর ১ ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। কিন্তু সেরা একাদশে তো নয়ই, বদলি হিসেবেও নামার সুযোগ হচ্ছে না ২৯ বছর বয়সী পাওলো দিবালার। তবে কী চোট থেকে এখনও সেরে ওঠেননি তিনি? কারণ বিশ্বকাপের আগে চোট শঙ্কা নিয়েই দলে ঠাই হয়েছিল দিবালার।

তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য সে শঙ্কা উড়িয়ে দিলেন। দিবালাকে না খেলানোর ব্যাখ্যায় আর্জেন্টিনা কোচ বলেছেন, 'সে খেলেনি কারণ আমি তাকে খেলানোর সুযোগ পাইনি। সে ভালো আছে, সে শুরুর একাদশের অংশ হতে পারে। তবে আমরা যে ম্যাচগুলো খেলেছি, সেই ম্যাচগুলোতে তাকে মাঠে নামানোর সুযোগ ছিল না আমাদের।'

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দিবালার অভাব আর্জেন্টিনা সেভাবে অনুভব করেনি। কারণ, হুলিয়ান আলভারেজ দুর্দান্ত খেলছেন। যদিও দিবালাকে ইন্টার মিলান ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজের জায়গায় খেলানো যায়, কিন্তু সেটি হয়নি। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬১ মিনিট খেলে লাওতারো মার্টিনেজ গোলের সুযোগ নষ্ট করার জন্য এরই মধ্যে সমালোচিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে সহজ গোলের সুযোগ নষ্ট করে হতাশার জন্ম দেন। স্বভাবতই আর্জেন্টাইন সমর্থকেরা দাবি তুলেছেন মার্টিনেজের জায়গায় দিবালাকে মাঠে নামানোর।

চোট পাওয়ার আগে রোমার জার্সিতে দারুণ ছন্দে ছিলেন দিবালা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে করেছিলেন ৭ গোল ও ২ অ্যাসিস্ট। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে আর্জেন্টিনার কোনো প্রীতি ম্যাচেও দেখা যায়নি তাকে।