- খেলা
- ব্রাজিলের শুরুর একাদশে ঢোকার গল্প শোনালেন ভিনি
ব্রাজিলের শুরুর একাদশে ঢোকার গল্প শোনালেন ভিনি

ব্রাজিলের তরুণ ভিনিসিয়াস জুনিয়র। ছবি: এএফপি
কাতার বিশ্বকাপে ব্রাজিলের শুরুর একাদশে ভিনিসিয়াস জুনিয়র থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। সেপ্টেম্বরে সেলেসাও কোচ তিতে বলেছিলেন, তার কৌশল হবে ‘অফেন্সিভ’। আগ্রাসী ওই কৌশলের কারণে রিয়াল মাদ্রিদে খেলা তরুণ ল্যাতিন দলটির শুরুর একাদশে নেইমারদের পাশে খেলার সুযোগ পাচ্ছেন।
রিয়াল মাদ্রিদে ভালো ছন্দে থাকা, গতি দিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারা ভিনির শুরুর একাদশে ঢুকতে সহায়তা করেছে। তবে তিতের দেওয়া ‘হোম ওয়ার্ক’ করে ভালো নম্বর পেয়ে তবেই একাদশে ঢুকেছেন তিনি। অথচ জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে আসা ভিনি খুব বেশি ম্যাচে শুরুর একাদশে ছিলেন না।
বিষয়টি নিয়ে ভিনিসিয়াস বলেছেন, ‘আমি মনে করি এটা সাধারণ প্রক্রিয়া। জাতীয় দলের কোচ এবং দল নির্বাচনে থাকা অন্যরা আমাকে সেরা পর্যায়ে পৌঁছাতে এবং শুরুর একাদশে থাকতে নানা সময়ে নানান কাজ দিয়েছেন। এটা জটিল প্রক্রিয়া। শিক্ষকের হাতে অনেক খেলোয়াড় আছেন এবং অপশনও অনেকগুলো। যখনই আমি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছি, নতুন কিছু না কিছু সঙ্গে নিয়ে এসেছি।’
ব্রাজিলের আক্রমণভাগকে অফেন্সিভ বলা হচ্ছে। চার স্ট্রাইকার নিয়ে খেলছে তারা। দলের সেরা তারকা নেইমার জুনিয়র ফলস নাইন বা চতুর্থ স্ট্রাইকার হিসেবে খেলছেন। ভিনিসিয়াস উঠে আসায় ওই অপশন বেছে নিতে পেরেছেন কোচ তিতে। শুধু গতি নয় রিয়ালের তরুণ কৌশলগত দিক থেকেও ব্রাজিল কোচের বড় অস্ত্র হয়ে উঠেছেন। সঙ্গে ব্রাজিলের রক্ষণও আগ্রাসী।
দলটাকে ভিনিসিয়াস তাই শুধু অফেন্সিভ না বলে রক্ষণ ও আক্রমণ মিলিয়ে ভারসাম্যপূর্ণ বলছেন, ‘কোন ফর্মেশনে খেলা হবে তা অনেকটা নির্ভর করে ওই দিনের প্রতিপক্ষের ওপর। রক্ষণ এবং আক্রমণ এই দুই ভাগে যেন ভারসাম্য থাকে, সেভাবে দল নির্ধারণ করা হয়। আপনারাই বোধহয় বলেছিলেন, এটা অফেন্সিভ দল? আমি বলবো এটা ভারসাম্যপূর্ণ দল।’
মন্তব্য করুন