- খেলা
- প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৪০৪ রান
প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৪০৪ রান

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪০৪ রান তুলেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেছেন পূজারা। ৮৬ রান তুলেছেন শ্রেয়াস আইয়ার। বাংলাদেশের হয়ে তাইজুল-মিরাজ নিয়েছেন ৪টি করে উইকেট।
৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল ভারত। বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন এবাদত। দিনের অষ্টম ওভারে সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতেই আউট হন শ্রেয়াস। আগের দিনের রানের সঙ্গে এদিন মাত্র ৪ রান যোগ করতে পেরেছেন তিনি।
আইয়ারের বিদায়ের পর দলকে টেনেছেন অশ্বিন-কুলদীপ। তাদের ৮৭ রানের জুটিতে বড় সংগ্রহ পেয়েছে ভারত। অশ্বিন ৫৮ ও কুলদীপ ৪০ রানে বিদায় নিলে ৪০৪ রানে গুটিয়ে যায় ভারত।
মন্তব্য করুন