মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জিতে ফাইনালে উঠেছে ফ্রান্স। তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ তাদের সামনে। তবে বাধাও ছোট নয়। খেলতে হবে আর্জেন্টিনার বিপক্ষে। খেলতে হবে বর্তমান সময়ের তো বটেই সর্বকালের সেরা খ্যাত লিওনেল মেসির বিপক্ষে। 

ফাইনালে ওঠা ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশম, অ্যাটাকিং মিডফিল্ডে খেলা অ্যান্তোনিও গ্রিজম্যান এবং মরক্কোর বিপক্ষে ম্যাচের ৫ মিনিটে গোল করে চমক দেওয়া ডিফেন্ডার থিও হার্নান্দেজকে ওই মেসি নিয়েই বেশি প্রশ্ন করা হয়েছে। 

জবাবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ‘অতিমানব’ ইঙ্গিত করেছেন। ‘এলিয়েন’ মেসিকে আটকানো অসম্ভব। ক্রোয়েশিয়া সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। দেশম তাই বলেছেন, ‘বিশ্বকাপ মেসি যাতে জিততে না পারে, সেজন্য মানুষ হিসেবে যা যা করা যায় তার সর্বোচ্চটা করবো আমরা। ম্যাচ শেষে যেকোন এক দল থ্রি স্টার (জার্সিতে তিন তারকা) পাবে।’ 

সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে খেলে ক্রোয়াটদের ধরাশায়ী করেছে। ফ্রান্সও খেলে কাউন্টার অ্যাটাকে। মরক্কোর মতো দলকে বলের পজিশন ছেড়ে দিয়ে কাউন্টার অ্যাটাকে খেলিয়েছেন দেশম। আর্জেন্টিনার বিপক্ষে দুই কোচের কৌশলের মারপ্যাচও তাই দেখা যাবে। 

বিষয়টি নিয়ে ফ্রান্সের অভিজ্ঞ খেলোয়াড় দেশম বলেছেন, ‘আমরা আর্জেন্টিনার খেলা দেখেছি। আমরা জানি, তাদের বিপক্ষে কীভাবে খেলতে হবে। তারা ভিন্ন ধরনের দল এবং তারা খুব ভালো ফর্মে আছে। শুধু মেসি নয় তাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছেন। মাঠে তারা দর্শকদের থেকেও সুবিধা পাবে। তবে আমরাও প্রস্তুত।’ 

ডিফেন্ডার থিও হার্নান্দেজ জানিয়েছেন মেসিকে ভয় পাচ্ছেন না তারা, ‘টানা দু’বার ফাইনাল খেলা অসাধারণ মুহূর্ত। আমরা ক্লান্ত, তবে ফাইনালে পরিশ্রম করবো। আমাদের হাতে প্রস্তুতি নেওয়ার জন্য সময় আছে। মেসিকে আমরা ভয় পাচ্ছি না। আর্জেন্টিনা অসাধারণ দল তবে তাদের নিয়ে কাজ করার সময় আছে হাতে।’ 

ফ্রান্স স্ট্রাইকার অলিভার জিরু বলেছেন, মেসিকে সেরা ‘রাত উপহার’ দেবেন না তারা, ‘মেসি অসাধারণ খেলোয়াড়। তবে তাকে সেরা রাত উদযাপনের সুযোগ দেব না। আমরা বিশ্বকাপ জিততে চাই, তাকে রুখতে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। তবে তাদের দলে শুধু মেসি নন অনেকে আছেন।’