মরক্কোর বিপক্ষে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে জিতেছে ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপের পরে কাতারেও ফাইনালে উঠেছে লেস ব্লুজরা। দলের ওই জয় উদযাপনে করতে ফ্রান্সের বিভিন্ন শহরের ভক্তরা রাস্তায় নেমে আসেন। ওই জয়োল্লাস করতে গিয়ে মারা গেছেন ১৪ বছরের এক কিশোর। 

সংবাদ মাধ্যম মার্কা ফ্রান্সের দৈনিকের বরাত দিয়ে জানিয়েছে, ওই কিশোর ফ্রান্সের মন্টিপেলিয়ের শহরের রাস্তায় নেমে জয় উল্লাসের সময় এক ব্যক্তিগত গাড়ির সঙ্গে ধাক্কা খায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। 

ফ্রান্সের রেডিও স্টেশন রেডিও ইনফো জানিয়েছে, গাড়ির চালক ওই কিশোরকে ধাক্কা দেওয়ার পরে নিজেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকেন। তারা জানিয়েছে, ফ্রান্সের ছেড়া পতাকা ওই ব্যক্তির গাড়ির সামনের কাঁচে এসে পড়ে। তিনি ব্রেক করার আগেই তার সামনে চলে আসে ওই কিশোর।   

ফ্রান্সের জয় উদযাপন করতে গিয়ে প্যারিসের চ্যম্পস এলিসিসে ২৫ হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। এছাড়া প্যারিসের বিভিন্ন জায়গায় ভক্তরা একত্রিত হন। পুলিশ জানিয়েছে, শুধু রাজধানী থেকে ১৪৫ জনকে আটকে করা হয়েছে। সব মিলিয়ে ২৫০ জন আটক হয়েছেন।

ফ্রান্স এবং মরক্কো প্রতিবেশি দেশ। দীর্ঘদিন মরক্কো ছিল ফ্রান্সের উপনিবেশ। ওই কারণে মরক্কোর অনেক অভিবাসী থাকেন ফ্রান্সে। মরক্কো ও ফ্রান্স ম্যাচ ঘিরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধতে পারে বলে দেশটির প্রশাসন আগে থেকেই সতর্কতা জারি করেছিল। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, সম্ভাব্য দাঙ্গা রুখতে অন্তত ১০ হাজার অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।