- খেলা
- শান্ত-জাকিরের ব্যাটে প্রথম সেশন বাংলাদেশের
শান্ত-জাকিরের ব্যাটে প্রথম সেশন বাংলাদেশের

শান্ত-জাকিরের ব্যাটে চতুর্থ দিনের প্রথম সেশনটি বাংলাদেশের। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের স্কোরকার্ডে যোগ হয়েছে ৭৭ রান। আগের দিন ৪২ রানে অপরাজিত থেকে চতুর্থদিন শুরু করা শান্ত-জাকির আজ দুজনেই পেয়েছেন ফিফটি। লাঞ্চের আগে জাকির ৫৫ ও শান্ত ৬৪ রানে অপরাজিত আছেন। ৪২ ওভার শেষে বিনা উইকেট বাংলাদেশ ব্যাট করছে ১১৯ রানে।
প্রথম ইনিংসের প্রথম বলেই আউট হয়েছিলেন শান্ত। সেই ধাক্কায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ অলআউট হয় ১৫০ রানে। তবে দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করেছেন শান্ত। ইতোমধ্যে ছুঁয়েছেন ফিফটি, ১০৮ বলে। হাফ সেঞ্চুরি তুলতে তার ব্যাট থেকে এসেছে ছয়টি বাউন্ডারি। শান্ত-জাকিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ উপহার দিয়েছেন সেরা উদ্বোধনী জুটির।
বাংলাদেশের আগের সেরা জুটি ছিল এই চট্টগ্রামেই। ২০১০ সালে দুই বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস করেছিলেন ৫৩ রান। দুই বাঁহাতি ওপেনার শান্ত ও জাকির সেই রেকর্ড ছাড়িয়ে এগিয়ে যাচ্ছেন সামনে।
৫১৩ রানের বিশাল লক্ষ্য বাংলাদেশের সামনে। ম্যাচ জিততে হলে ভাঙতে হবে অনেক রেকর্ডও। টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৩ রান করেছে বাংলাদেশ। সেটিকেও এবার ছাড়িয়ে যেতে হবে টাইগারদের।
মন্তব্য করুন