ফ্রান্স কোচ দিদিয়ের দেশম সংবাদ সম্মেলনে এসেছিলেন স্থানীয় সময় সকালে। দলের পাঁচ খেলোয়াড়ের অসুস্থতা, দুই জনের ইনজুরি নিয়ে তেমন কোন আপডেট দিতে পারেননি তিনি। জানান যে, একটু সকালেই ঘুম থেকে উঠেছেন। খেলোয়াড়দের অনেকে ঘুমিয়ে ছিলেন। তিনি তাদের জাগিয়ে দেননি। 

 ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভারানে, ডায়ত উপামেকানো, ইব্রাহিমা কোনাতে এবং মিডফিল্ডার আন্দ্রে র‌্যাবিওট ও অ্যাটাকার কিংসলি কোম্যান ‘ক্যামেল জ্বরে’ আক্রান্ত হয়েছেন। সেমিফাইনালে মাঠে থাকা ডিফেন্ডার থিও হার্নান্দেজ ও মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি ইনজুরিতে পড়েছিলেন।  

তাদের নিয়ে দেশম বলেন, ‘আমরা সতর্ক থাকার চেষ্টা করছি। ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। দলের অনেকেই ইনজুরিতে ছিল। ওই ধাক্কা কাটিয়ে আমরা ফাইনালে উঠেছি। এটাও (অসুস্থতা) দলে যেন প্রভাব ফেলতে না পারে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের মানিয়ে নিতে হবে।’

 ফাইনালের শেষ অনুশীলনের আগে সুখবর পেয়েছে লেস ব্লুজরা। শুধু ইনজুরিতে পরা দুই ফুটবলার নন, অসুস্থ পাঁচজনও সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন। সংবাদ মাধ্যম গোল বিষয়টি নিশ্চিত করেছে। নির্ভরযোগ্য সূত্রের ভিডিও শেয়ার করেছে তারা। যাতে দেখা গেছে ভারানে, র‌্যাবিওট, উপামেকানো, চুয়ামেনিরা অনুশীলন করছেন। 

অনুশীলনে ফিরেছেন ভারানে-উপামেকানো। ছবি: এএফপি

এছাড়া সংবাদ মাধ্যম এএফপি তাদের অনুশীলনের বিষয়টি নিশ্চিত করেছে। তারাও ভারানে, উপামেকানো, র‌্যাবিওটদের ছবি দিয়ে অনুশীলনে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে। তবে অনুশীলনে ফিরলেও ফাইনালে তাদের খেলা নিশ্চিত নয়। ঠিকঠাক অনুশীলন শেষ করে, ফিটনেস পরীক্ষায় পাস করলেই পাবেন ছাড়পত্র।