তৃতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ৭ উইকেটে ১৯৫। স্বাগতিকরা এখন ১০৮ রানে এগিয়ে। ৭৮ বলে পাঁচ চারে ৫৮ রানে খেলছেন লিটন দাস। ১৮ বলে দুই চারে তাসকিনের রান ১৫। দুই জনে ৩৯ বলে গড়েছেন ৩৬ রানের জুটি।

প্রথম সেশনে চার উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় সেশনে হারিয়েছে তিন উইকেট। ২৭ ওভারে স্বাগতিকরা যোগ করেছে ১২৪ রান। মিরাজের বিদায়ের পর লিটনের সঙ্গে জুটি বাঁধেন সোহান। সপ্তম উইকেট জুটির রান ৪৬ হতেই অক্ষরের বলে স্ট্যাম্পড হন নুরুল হাসান সোহান। তিনি ২৯ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রান করে সাজঘরে ফেরেন।

দিনের দ্বিতীয় ওভারে শান্ত ফেরেন ৩১ বলে ৫ রান করে। মুমিনুল ভালো শুরু করলেও টিকতে পারেননি। সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৫ রান করা মুমিনুল। সাকিব ভালোই শুরু করেছিলেন, কিন্তু উনাদকাট আসতেই উইকেট বিলিয়ে দিয়ে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। ৩৬ বলে ১৩ রান করেন সাকিব। দলীয় ৭০ রানে অক্ষর প্যাটেলের বলে এলবির শিকার হন মুশফিক(৯)।

মিরপুর শেরে বাংলায় ৮০ রানে পিছিয়ে থেকে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষ বেলায় ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে সাকিব-তাইজুল ঘূর্ণিতে ৩১৪ রানে গুটিয়ে যায় সফররত ভারত। ৮৭ রানের লিড পায় লোকেশ রাহুলরা।